হায়দ্রাবাদের বিরিয়ানির কারণে ফিল্ডিং বাজে!

দুইটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেও কোন ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাছে গিয়েও ১৪ রানে হেরেছে তাঁরা। ব্যাটার বা বোলারের চেয়ে অবশ্য এমন হারের পিছনে দায় বেশি দলটির ফিল্ডারদের। যদিও ফিল্ডিংয়ের ভুলের জন্য হায়দ্রাবাদের বিরিয়ানিকে দায়ী করেছেন পাক তারকা শাদাব খান।

বাবর আজমের পরিবর্তে অজি ক্যাপ্টেনের সঙ্গে এ ম্যাচে টস করেছিলেন তিনি। খেলা শেষেও দলের প্রতিনিধি হিসেবে কথা বলতে আসেন এই ডানহাতি। এ সময় তিনি জানান, ‘ফলাফল গুরুত্বপূর্ণ নয়। আমরা ম্যাচ দুইটি থেকে ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে চাই। আমাদের মানসিকতা সন্তোষজনক ছিল, কিন্তু ফলাফল তো আমাদের হাতে নেই।’

পাকিস্তানের সহ-অধিনায়ক আরো যোগ করেন, ‘আমি মনে করি আমাদের একাদশ প্রায় চূড়ান্ত। আমরা শুধু অন্যদের সুযোগ দিতে চেয়েছি তাঁদের দক্ষতা দেখানোর জন্য। তাছাড়া আপনি যখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলবেন, তখন আত্মবিশ্বাস পাবেন। সেই সাথে হায়াদ্রাবাদের কন্ডিশন সম্পর্কেও কিছুটা অভিজ্ঞতা হয়েছে আমাদের।’

হায়দ্রাবাদের বিখ্যাত বিরিয়ানির প্রসঙ্গে শাদাব খান বলেন, ‘আমরা প্রতিদিন এটা খাচ্ছি। সম্ভবত এজন্যই মাঠে ফিল্ডিংয়ের সময় একটু স্লো হয়ে গিয়েছিলাম।’

এসবের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলেছেন এই লেগ স্পিনার। একই সাথে ভারত ভ্রমণ উপভোগ করছেন বলেও জানান তিনি। যদিও ভারতের ভিসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টকে।

ছয় তারিখে নেদারল্যান্ডসের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। তুলনামূলক খর্বশক্তির প্রতিপক্ষের বিপক্ষে বড় জয় নিয়েই বিশ্ব মঞ্চে নিজেদের যাত্রা শুরু করতে চাইবে বাবর আজমের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link