ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীনতা, বোলারদের খাপছাড়া বোলিং—সব মিলিয়ে কোনো বিভাগেই ভারতের বিপক্ষে সামান্যতম লড়াই জমাতে পারেনি টাইগাররা। ফলত, হ্যাটট্রিক হারে সেমির স্বপ্ন থেকে খানিকটা সরেই গেল বাংলাদেশ।
ইনজুরির কারণে সাকিবের অনুপস্থিতিতে এ দিন বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে এমন একপেশে ম্যাচের পর বাঁ-হাতি এ ব্যাটার এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানেই তিনি জানান হারের নেপথ্যের কারণ।
প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতি বেশ ভাল ছিল।’ এরপর ম্যাচ হারের কারণ হিসেবে লিটন আর তানজিদের ইনিংস বড় করতে না পারাকে সামনে আনেন শান্ত।
তিনি বলেন, ‘আমাদের দুজন ব্যাটারই দারুণ শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউই ইনিংস বিল্ডআপ করতে পারেনি। আমরা আশা করেছিলাম, কেউ একজন সেঞ্চুরি করবে অন্তত। কিন্তু সেটা হয়নি। এমন কিছু হলে ম্যাচের চিত্রটা অন্যরকমও হতে পারতো।’
স্কোরবোর্ডে ২৫৬ রানের সংগ্রহ জমা করে অবশ্য এ দিন বোলাররাও নিজেদের সেরাটা দিতে পারেনি। উল্টো মুস্তাফিজ থেকে শুরু করে শরিফুল, হাসান মাহমুদ, তিন পেসারই এ দিন বল হাতে ব্যর্থ ছিলেন। সাকিবের জায়গায় এসে নাসুমও এ দিন বল হাতে ছিলেন বিবর্ণ। তবে বোলারদের ব্যর্থতার দিনেও তাদের ম্যাচ হারের দায় দিতে নারাজ অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্ত।
তিনি বলেন, ‘আসলে বোলারদের তেমন দায় দেখি না। আমরা যদি ভাল ব্যাট করতাম তাহলে, বোলারদের জন্য ভালো হতো। কিন্তু মিডল ওভারে আমরা ভাল ব্যাট করতে পারিনি।’
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের চোটের যা অবস্থা তাতে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া যাবে? শান্ত অবশ্য জানিয়েছেন, সাকিব খেলতে পারতেন ভারতের বিপক্ষে ম্যাচেই। তবে কেউই ঝুঁকি নিতে চায় নি।
এ নিয়ে তিনি বলেন, ‘সাকিব ভাই এখনো পর্যবেক্ষণে আছেন। আশা করি তিনি খুব শীঘ্রই ফিরবেন। এখন তাঁর অবস্থা বেশ ভাল। মূলত, ঝুঁকি এড়াতেই আজকের ম্যাচে তাঁকে নামানো হয়নি।’
প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন হারে এখন পরাজয়ের বৃত্তে ঘুরপাঁক খাচ্ছে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্ত মোমেন্টাম পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। এ নিয়ে তিনি বলেন, ‘এখনো সম্ভব। ৫ টা ম্যাচ আছে। আশা করছি ৪/৫ টা ম্যাচ জিততে পারবো। শুধু আমাদের একটা মোমেন্টাম প্রয়োজন।’