বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রে বাকি দলগুলোর চেয়ে একটু পিছিয়ে আছে বাংলাদেশ দল। পাকিস্তানের মত তারাও একদম শেষ সময়ে গিয়ে দল ঘোষণা করবে। ফলে, কেমন হবে বাংলাদেশ দল? – সেই নিয়ে জল্পনা একটু বেশিই বটে।
সেখানে সামিল হলেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে জানিয়ে দিলেন নিজের পছন্দের বিশ্বকাপ দল। মজার ব্যাপার হল, নিজের দলে ছয়জন পেসার রেখেছেন সাবেক এই ওপেনার। আর সেটা করতে গিয়েই ১৫ জনের জায়গায় ১৬ জনের বিশ্বকাপ দল দিয়েছেন আতহার।
তাঁরা হলেন – তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে, বাস্তবতা হল খেলা যখন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে – তখন এত পেসার নিয়ে বাংলাদেশ আদৌ খেলতে যাবে কি না – তা নিয়ে সন্দেহ থাকছেই।
স্কোয়াডের বাকি দশজন মোটামুটি অনুমিতই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। যদিও, দলে জায়গা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে থাকা তানভির ইসলামের।
স্ট্যান্ডবাই আছেন তিনজন। তিনজনই ব্যাটার। তাঁরা হলেন – মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।
- আতাহার আলী খানের বিশ্বকাপ স্কোয়াড: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
- স্ট্যান্ড বাই: মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।