শেষ তিন ম্যাচে রান করেছেন ৯০, ৮৪ এবং ৭৬। ব্যাট হাতে রীতিমতো শাসন করছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে জানান দিচ্ছেন কতটা ধারাবাহিক তিনি এবং তার ব্যাট।
গুজরাট টাইটান্সের অধিনায়কত্বটা তার কাঁধে। সেই সাথে ইনিংস শুরুর দায়িত্বটা সামলাতে হচ্ছে। তবে এই দায়িত্বগুলোই যেন আরও পরিণত করেছে শুভমান গিলের ব্যাট। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে যেন তারই প্রমাণ রাখলেন। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে খেলেছেন ৭৬ রানের এক ঝলমলে ইনিংস।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিংটা বেছে নেন প্যাট কামিন্স। ব্যাটিংয়ে নামা গুজরাটের দুই ওপেনার যেন সেই ফায়দাটা নিলেন। গিল-সুদর্শন যেন ব্যাট হাতে তুলোধুনো করতে থাকেন হায়দরাবাদ বোলারদের।
শাই সুদর্শন থেমে গেলেও থামে না গিলের ব্যাটটা। ১০ চার এবং দুই ছয়ের সাথে ২০০ স্ট্রাইক রেট জানান দেয় কিভাবে চড়াও হয়েছেন শামি-কামিন্সদের উপর।
তবে বোলাররা থামাতে না পারলেও থামতে হয়েছে ভাগ্যের কাছেই। ১৪৯ রানের মাথায় রান আউটে কাটা পড়তে হয় তাকে। তাই তো আরেকটা আফসোসের খাতায় যোগ হলো আরেকটা পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
শেষ তিন ম্যাচে ফিফটি পার হলেও ম্যাজিকাল হান্ড্রেডটা ছোঁয়া হয়নি গিলের। এমনকি কাটা পড়েছেন নার্ভাস নাইন্টিতেও।তবুও আফসোস বোধহয় নেই, ব্যাট ইনিংসের সূচনা যেভাবে করছেন তা দলের জয়ের জন্য রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই তো প্লে-অফের রেসে গুজরাটের অবস্থানটাও বেশ শক্তপোক্ত।
সৌন্দর্য দিয়েও যে ধ্বংস করা যায় তার প্রমাণ বোধহয় গিলের ব্যাট। পারফেক্ট স্ট্রোক, প্রপার টাইমিং—ব্যাটটাকে যেন বানিয়েছেন ২২ গজের তুলি। তাই তো ভারতের ক্রিকেটে গিলকে ভাবা হয় পরবর্তী সুপারস্টার।