আন্তর্জাতিক রাহুল একাদশ

উপমহাদেশে, বিশেষ করে ভারতে রাহুল নামটা বেশ ‘কমন’। তাই, তো রাহুল নামের এক গাদা ক্রিকেটার খেলেছেন ভারতের হয়ে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, কেনিয়া এমনকি হংকং, আমেরিকা, সুইডেন, পর্তুগাল, জিব্রাল্টার, সংযুক্ত আরব আমিরাত কিংবা জিম্বাবুয়ের ক্রিকেটেও রাহুল নামের অস্তিত্ব পাওয়া যায়।

উপমহাদেশে, বিশেষ করে ভারতে রাহুল নামটা বেশ ‘কমন’। তাই, তো রাহুল নামের এক গাদা ক্রিকেটার খেলেছেন ভারতের হয়ে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, কেনিয়া এমনকি হংকং, আমেরিকা, সুইডেন, পর্তুগাল, জিব্রাল্টার, সংযুক্ত আরব আমিরাত কিংবা জিম্বাবুয়ের ক্রিকেটেও রাহুল নামের অস্তিত্ব পাওয়া যায়।

আচ্ছা, এই রাহুলদের নিয়ে একটা আন্তর্জাতিক একাদশ করলে কেমন হয়? স্বাভাবিক ভাবেই একাদশটাতে ভারতের প্রতিনিধিই থাকবে বেশি। তবে, ভারত ভেদেও ক্রিকেটাররা ঠাঁই পেয়েছেন এই একাদশে।

  • লোকেশ রাহুল (ভারত)

একাদশে প্রথম জায়গাটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি এই মুহূর্তে ভারতেরই সেরা ওপেনারদের একজন। উইকেটরক্ষকও তিনিই। ভারতের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও আছে তাঁর। ফলে, নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে চাইলে কেএল রাহুল অধিনায়কত্ব করতেই পারেন। সব মিলিয়ে তিনি একাদশে অবধারিত।

  • রাহুল ত্রিপাঠি (ভারত)

লোকেশের ওপেনিং পার্টনার ত্রিপাঠি, রাহুল ত্রিপাঠি। মহারাষ্ট্রের এই ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত মুখ। খেলেছেন রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ কিংবা কলকাতা নাইট রাইডার্সের মত দলের হয়ে।

  • রাহুল দ্রাবিড় (অধিনায়ক)

কোনো সন্দেহ ছাড়াই তিনি ইতিহাসের সেরা রাহুল। তিন নম্বর পজিশনে তিনি টেস্টে ভারতের সর্বকালের সেরা। যেকোনো দিন তিনি বিশ্বের সর্বকালের সেরা একাদশেই খেলতে পারেন। একাদশের অধিনায়কও করা হয়েছে রাহুল দ্রাবিড়কে। ভারতের হয়ে অধিনায়কত্বের ক্যারিয়ার মন্দ নয় অধুনা কোচ বনে যাওয়া ‘দ্য ওয়াল’-এর।

  • রাহুল মানকড় (ভারত)

ভিনু মানকড়ের তিন ছেলের মধ্যে অশোক মানকড় বাদে কেউই ভারতের হয়ে খেলেননি। তবে, রাহুল মানকড় রঞ্জি খেলতেন নিয়মিত। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পাঁচটি সেঞ্চুরি ও ১২ টি হাফ সেঞ্চুরি আছে।

  • রাহুল শর্মা (হংকং)

ভারতের হয়ে খেলার সুযোগ না পেলেও দিল্লীর এই ক্রিকেটার ভারতে ১৯৮৫ থেকে ১৯৮৮ – এই তিন বছর ঘরোয়া ক্রিকেট খেলেছেন। পরে হংকংয়ে চলে যান। সেখানকার জাতীয় দলের হয়ে দু’টি ওয়ানডে খেলেন। হংকংয়ের হয়ে তিনি ২০ টির ওপর সেঞ্চুরি করেন, যদিও তাঁর কোনোটারই আন্তর্জাতিক স্বীকৃতি নেই।

  • রাহুল তেওয়াতিওয়া (ভারত)

লোয়ার মিডল অর্ডারে ব্যাটে ঝড় তুলতে আছেন রাহুল তেওয়াতিওয়া। সাথে তাঁর লেগ স্পিন বোলিং তো আছেই। সব মিলিয়ে তিনি সারপ্রাইজ প্যাকেজ। বিশেষ করে টি-টোয়েন্টিতে তিনি বেশ কার্যকর।

  • রাহুল শুকলা (ভারত)

অনেক সম্ভাবনা নিয়ে আসলেও, রাহুল শুকলার ক্যারিয়ার লম্বা হয়নি। এই ডানহাতি ফাস্ট বোলার রঞ্জিতে লম্বা সময় ধরে খেলা চালিয়ে গেলেও আইপিএলে খেলতে পেরেছেন মোটে সাত ম্যাচ। উইকেট নেওয়ার পাশাপাশি শেষের দিকে গুরুত্বপূর্ণ সব উইকেট নিতে জানেন তিনি।

  • রাহুল সাঙভি (ভারত)

সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নব্বইয়ের দশকের বাঁ-হাতি এই স্পিনার ভারতের হয়ে একটা টেস্ট ও ১০ টা ওয়ানডে খেলেন। ক্যারিয়ার শেষ করে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে কাজ করেন লম্বা সময়।

  • রাহুল শর্মা (ভারত)

ভারতের হয়ে ছয়টি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলেন রাহুল শর্মা, লেগব্রেক গুগলি বোলার। তাঁর উচ্চতার জন্য বাড়তি সহায়তা পেতেন। আইপিএলও খেলতেন নিয়মিত। তবে, হঠাৎই ঝরে পড়েন।

  • রাহুল চাহার (ভারত)

রাহুল চাহার ইদানিং আইপিএলে বেশ আলোচিত। তাঁর বোলিং বৈচিত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য বেশ কার্যকর। সম্প্রতি ভারতের হয়েও অভিষেক হয়ে গিয়েছে এই লেগ স্পিনারের।

  • নিয়ামুর রশিদ রাহুল (বাংলাদেশ)

১৯৯৯ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে দু’টি ওয়ানডে খেলেছেন ডান-হাতি ফাস্ট বোলার নিয়ামুর রশিদ রাহুল। এর মধ্যেই অবশ্য ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানকে হারানো ম্যাচের সদস্য ছিলেন তিনি। সেই ম্যাচে পাঁচ ওভার বোলিং করে এক মেইডেন পেয়েছিলেন, রান দিয়েছিলেন পাঁচটি। এখন তিনি আইসিসির ম্যাচ রেফারি।

  • দ্বাদশ ব্যক্তি: রাহুল দেওয়ান (ভারত)

দিল্লীর এই প্রথম শ্রেণির ক্রিকেটার রঞ্জি ট্রফি খেলেন হরিয়ানার হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে করেন সাড়ে তিন হাজারের ওপর রান। ২০১২ সালে তিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলে গিয়েছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...