২৮ বলে ভিলিয়ার্সের সেঞ্চুরি!

বহুদিন বাদে মাঠের ক্রিকেটে ফিরলেন এবি ডি ভিলিয়ার্স। আর তার এই প্রত্যাবর্তনে সেই পুরানো আগ্রাসনের নবরুপ দেখল ক্রিকেট বিশ্ব। আফসোস বাড়িয়ে দিয়ে তিনি বিদায় বলেছিলেন সবধরণের ক্রিকেটকে। আরেকটু থেকে গেল হতো না! এই আফসোস বুকে নিয়ে অপেক্ষা করেছে বহু ক্রিকেটপ্রেমী।

সেই অপেক্ষমান পথিকের হৃদয়ে এক প্রবল বর্ষণ হল, স্রেফ ছক্কার বর্ষণ। দক্ষিণ আফ্রিকার টেস্ট অব সুপারস্পোর্টস পার্ক লিগে তিনি দেখিয়েছেন তাণ্ডব। মাত্র ২৮ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। তুলোধুনো শব্দটাও যেন সামান্যই।

মাত্র দুইটা বল ডট দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। যার অর্থ দাঁড়ায় ২৬ বলে শতক ছাড়ানো ইনিংস খেলেছেন প্রোটিয়া এই কিংবদন্তি। অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং জমা দেননি ভিলিয়ার্স। ৪১ বছর বয়সেও উইকেটের চারিদিকে শট খেলেছেন। ডাউন দ্য ট্র্যাকে এসেছেন, স্কুপ শট খেলেছেন, রিভার্স সুইপ, সুইপ- সব ধরণের শটের মঞ্চায়ন করেছেন তিনি।

তবে এসব কিছু আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে নয়, তিনি করেছেন দক্ষিণ আফ্রিকার এক উৎসবে আয়োজিত ক্রিকেট ম্যাচে। তবে দর্শকদের আক্ষেপ আরও খানিকটা কমিয়ে দেবেন এবি ডি ভিলিয়ার্স। সামনেই লেজেন্ডস লিগে যুক্ত হচ্ছেন তিনি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে তিনি দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স দলের নেতৃত্ব দেবেন।

২০২১ সালের পর তিনি ময়দানে ফিরছেন। তার ওই দানবীয় ব্যাটিং দেখার অপেক্ষাতেই যেন অধীর আগ্রহে সবাই। নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে ধুন্ধুমার সময়ের বার্তাই দিয়ে রাখলেন এবি ডি ভিলিয়ার্স।

Share via
Copy link