আবুধাবি হবে লিটনদের ঘাঁটি!

২০২৫ এশিয়া কাপের কন্ডিশন বাংলাদেশের জন্য আদর্শ এক মঞ্চ। আবুধাবির উইকেটটা একপ্রকার লিটনদের লাইক হোম কন্ডিশন হতে যাচ্ছে। তবে প্রশ্নের জায়গাটা, অনুকূলে থাকা এই পরিস্থিতির ফায়দা বাংলাদেশ কতটুকু তুলতে পারবে?

২০২৫ এশিয়া কাপের কন্ডিশন বাংলাদেশের জন্য আদর্শ এক মঞ্চ। আবুধাবির উইকেটটা একপ্রকার লিটনদের লাইক হোম কন্ডিশন হতে যাচ্ছে। তবে প্রশ্নের জায়গাটা, অনুকূলে থাকা এই পরিস্থিতির ফায়দা বাংলাদেশ কতটুকু তুলতে পারবে?

এবারের এশিয়া কাপের আসর আয়োজিত হবে দুইটি ভেন্যুতে। দুবাই এবং আবুধাবিতেই হবে সব ম্যাচ। যেখানে বাংলাদেশ সবগুলো ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠের অতীত ইতিহাসে একটু চোখ রাখা যাক!

এখন পর্যন্ত এখানে সর্বমোট ৯০টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয়, প্রথম ইনিংসে রান তোলার গড় ১৩৬। দ্বিতীয় ইনিংসে সেটা আরও কম, মাত্র ১২৩।

এই মাঠে মোট ১৮০ ইনিংসে ২০০ রানের গণ্ডি পার হয়েছে মাত্র দুইবার। সর্বোচ্চ রান চেজ হয়েছে ১৭৪। আবুধাবির এই ট্রিকি কন্ডিশন তাই তো ব্যাটারদের জন্য রীতিমতো এক অগ্নিপরীক্ষার মঞ্চ।

এই মাঠে বোঝাপড়াটা করে নিতে পারলে যেকোনো দলকে টেক্কা দেওয়া সম্ভব অনায়াসে। এ বছরের চ্যাম্পিয়নস ট্রফির সময়েও ভারত নিজেদের ঘাঁটি বানিয়ে ফেলেছিল এই ভেন্যুকে, হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য।

এবারে যদি বাংলাদেশের সক্ষমতার দিকে তাকানো যায়, সেখানে এই ধরণের কন্ডিশন, ধীর গতির উইকেট বাংলাদেশের জন্য একপ্রকার আশীর্বাদই বটে।

 

ব্যাটিংয়ের দিক থেকে শুরু করলে বাংলাদেশের মাইন্ডসেট থাকে ১৫০ থেকে ১৮০ এর মধ্যে। কঠিন কন্ডিশনে এই রান ডিফেন্ড করার মতো কোয়ালিটি বোলারও আছে লিটন দাসের দলে।

পেস ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন মোস্তাফিজুর রহমান। আবুধাবির এই কন্ডিশনে প্রতিপক্ষের জন্য তিনি হতে পারেন সবচেয়ে বড় আতঙ্ক। স্পিনে শেখ মেহেদী হতে পারেন বাংলাদেশের ট্রাম্পকার্ড। তানজিম সাকিবের নিয়ন্ত্রিত বোলিং কিংবা রিশাদের ঘুর্ণি জাদু বাংলাদেশের বোলিং আক্রমণকে আরও একধাপ এগিয়ে রাখবে।

তাই তো এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার জায়গাটা প্রশস্ত হচ্ছে। নিজেদের পছন্দসই এই উইকেটের সর্বোচ্চ ব্যবহার করতে পারলে যেকোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ হবে লিটনরা। বড় ইভেন্টে এমন আদর্শ ভেন্যু পাওয়াটা বাংলাদেশের জন্য একপ্রকার ঐশ্বরিক দান।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link