এক বিশ্বকাপের সেরা শিকারী

২০০৭ বিশ্বকাপে ২৩ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। যা বিশ্বকাপের ইতিহাসে এতোদিন কোনো স্পিনারের নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল। ১৬ বছর বাদে, এবারের বিশ্বকাপে মুরালিধরনের সেই রেকর্ডই ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। তিনিও নিয়েছেন ২৩ উইকেট।

২০০৭ বিশ্বকাপে ২৩ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। যা বিশ্বকাপের ইতিহাসে এতোদিন কোনো স্পিনারের নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল। ১৬ বছর বাদে, এবারের বিশ্বকাপে মুরালিধরনের সেই রেকর্ডই ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। তিনিও নিয়েছেন ২৩ উইকেট।

আহমেদাবাদে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অজি এই লেগির উইকেট ছিল ২২টি। ৪৪তম ওভারে ভারতীয় ব্যাটার জাসপ্রিত বুমরাহকে ফেরানোর মাধ্যমে এই নিজের ২৩ উইকেট পূর্ণ করেন জাম্পা।

সুযোগ ছিল মুরালিকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারীর আসনে বসার। তবে শেষ অবধি তা আর পারেননি।

 তবে ঠিকই স্বদেশী শেন ওয়ার্ন ও ব্র্যাড হগের রেকর্ড ভেঙেছেন। ১৯৯৯ বিশ্বকাপে ২০ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। আর ২০০৭ বিশ্বকাপ জয়ের পথে ব্র্যাড হগ নিয়েছিলেন ২১ টি উইকেট।

রাউন্ড রবিন লিগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে সেই রেকর্ড আগেই টপকে গিয়েছিলেন জাম্পা। অজি স্পিনার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখন শুধু তাঁরই।

বিশ্বকাপের এক আসরে এই তালিকার বাইরে স্পিনার হিসেবে ২০ এর বেশি উইকেট নিয়েছেন আর একজনই। তিনি পাকিস্তানের শহীদ আফ্রিদি।

২০১১ বিশ্বকাপে ৮ ম্যাচে ২১ উইকেট নিয়েছিলেন এ লেগস্পিনার। সেবার পাকিস্তানের যাত্রা সেমিতে থেমে গেলেও জহির খানের সাথে যুগ্মভাবে আসরের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হয়েছিলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...