কারাপাক জিয়াস, ভারতীয় কৌশলেই ভারত বধের ছক

২০২২ সালে শ্রীধরণ শ্রীরামের সাথে এসে জিয়াস কাজ করে গেছেন বাংলাদেশে। এর আগে তিনি অস্ট্রেলিয়া দলেও নেট বোলার হিসেবে ছিলেন। ২০২৩ সালে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতির অংশও ছিলেন এই জিয়াস।

মাথায় চুল নেই, অ্যাকশনেই বোঝা যায় তিনি রিস্ট স্পিনার। বাংলাদেশের দলের নেটে বোলিং করছেন, শরীরে বাংলাদেশ দলের প্র্যাকটিস কিট। কোথা থেকে এলেন তিনি? প্রেসবক্স থেকে নেমে বাংলাদেশের অনুশীলন নেটের প্রায় ১০০ মিটার কাছাকাছি যেতেই স্পষ্ট হওয়া গেল তাঁর পরিচয়।

তিনি হলেন কারাপাক জিয়াস, ভারতের কেরালা রাজ্যের রিস্ট স্পিনার। নামটা বাংলাদেশের ক্রিকেট মহলে অপরিচিত নয়। ভারতীয় এই নাগরিক বাংলাদেশের সার্বক্ষণিক নেট বোলার। ভারতীয় কৌশলেই ভারতকে আটকে দেওয়ার ছক কষছে বাংলাদেশ।  গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের অনুশীলনে নেট বোলার হিসেবে বোলিং করছেন।

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শেষের পর বাংলাদেশ দলের সঙ্গে কানপুরেও এসেছেন ভারতীয় এই চায়নাম্যান। বিশেষ করে, কানপুর টেস্টে কুলদীপ যাদবের খেলে ফেলার সমূহ সম্ভাবনা আছে। এর আগে জিয়াসের মোকাবেলা করে নিজেদের ঝালাই করার দারুণ সুযোগই পেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।

২০২২ সালে শ্রীধরণ শ্রীরামের সাথে এসে জিয়াস কাজ করে গেছেন বাংলাদেশে। এর আগে তিনি অস্ট্রেলিয়া দলেও নেট বোলার হিসেবে ছিলেন। ২০২৩ সালে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতির অংশও ছিলেন এই জিয়াস।

জিয়াসের বয়স ৩৩ বছর। অথচ, তিনি ভারতীয় ঘরোয়া ক্রিকেটে কোনো স্বীকৃত ম্যাচ খেলেননি। অন্তত, ক্রিকেট বিষয়ক ভারতীয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো ঘাটলে তাঁর খেলোয়াড়ী জীবনের কোনো পরিসংখ্যান পাওয়া যায় না।

তবে, এটুকু জানা যায় যে – ২০১৫ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লী ডেয়ারডেভিলস দলে নিয়েছিল কারাপাক জিয়াসকে। তবে, আইপিএলে এখনও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত, খেলেননি রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি বা সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও।

Share via
Copy link