More

Social Media

Light
Dark

রাজ্জাকের রহস্য আজও বহাল

বুড়ো হয়ে গেছেন। খেলোয়াড়ী জীবনের বুটজোড়া তুলে রেখেছেন। আব্দুর রাজ্জাক এখন রীতিমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক। তবে, আজও যখন তিনি সুযোগ পান - হয়ে ওঠেন অপ্রতিরোধ্য, দুর্বোধ্য।

বুড়ো হয়ে গেছেন। খেলোয়াড়ী জীবনের বুটজোড়া তুলে রেখেছেন। আব্দুর রাজ্জাক এখন রীতিমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক। তবে, আজও যখন তিনি সুযোগ পান – হয়ে ওঠেন অপ্রতিরোধ্য, দুর্বোধ্য।

তাঁর স্পিন ঘূর্ণির কাছে আজও নাকাল হয়ে যান ব্যাটাররা। ভারতে চলমান লেজেন্ডস লিগ ক্রিকেটে তার প্রমাণ পাওয়া গেল আবার। সাবেক ক্রিকেটারদের এই লিগে চার ওভার বোলিং করলেন রাজ্জাক। বাঁ-হাতি এই বোলার এতটাই নিখুঁত বোলিং করলেন যে, ২৪ টির মধ্যে ২১ টি ডেলিভারিই ডট।

উইকেটও নিলেন একটা। পুরো বোলিং স্পেল জুড়েই তিনি ভুগিয়ে গেছেন ক্যাপিটালস ব্যাটারদের। ফলাফল, ইন্ডিয়া ক্যাপিটালসের বিপক্ষে তাঁর দল সাউদার্ন সুপার স্টার্স জিতল চার উইকেটের ব্যবধানে।

এর আগে প্রথম ম্যাচেও ছিল রাজ্জাকের সরব উপস্থিতি। চার ওভারে ২৮ রান দিয়ে নিয়েছিলেন ‍দু’টি উইকেট। সেই ম্যাচেও জিতে যায় সাউদার্ন। সব মিলিয়ে দুই ম্যাচ খেলে সবগুলো ম্যাচই জিতেছে রাজ্জাকের দল।

সাউদার্ন দলে রাজ্জাক ছাড়াও আছেন এক ঝাঁক তারকা। ভারতীয়দের মধ্যে দীনেশ কার্তিক, পার্থিব প্যাটেল ছাড়াও আছেন পবন নেগি ও কেদার যাদব। এছাড়া আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা, সুরঙ্গ লাকমাল, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাাকদজা কিংবা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের মত তারকা।

Share via
Copy link