আগারকারই তাহলে ভারতের নতুন প্রধান নির্বাচক?

গত ফেব্রুয়ারিতে স্টিং অপারেশন কান্ডের পর ভারতের প্রধান নির্বাচকের পদ হারান চেতন শর্মা। এরপর থেকেই শূন্য পড়ে আছে ভারতের প্রধান নির্বাচকের পদ।

গত ফেব্রুয়ারিতে স্টিং অপারেশন কান্ডের পর ভারতের প্রধান নির্বাচকের পদ হারান চেতন শর্মা। এরপর থেকেই শূন্য পড়ে আছে ভারতের প্রধান নির্বাচকের পদ। ঘরের মাঠে বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে তখন প্রধান নির্বাচক নিয়োগ না দেয়ায় অনেকেই সমালোচনা করছিলেন বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিআই)। তবে অবশেষে প্রধান নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে ভারত।

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল ভারতের সাবেক পেসার অজিত আগারকারকেই এই পদে নিয়োগ দিতে যাচ্ছে ভারত। কিন্তু আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসের দায়িত্ব থেকে অব্যাহতির পর থেকে এখন প্রায় পুরোপুরি নিশ্চিত এই পেসারই বসছেন মহাগুরুত্বপূর্ণ প্রধান নির্বাচক পদে।

নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে দিল্লী নিশ্চিত করেছে যে সহকারী কোচ শেন ওয়াটসন ও আগারকার দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে তারা।

আগারকার প্রধান নির্বাচক হিসেবে মনোনীত হলে ভারতের পশ্চিমাঞ্চল থেকে দুজন থাকবেন জাতীয় নির্বাচক হিসেবে। বর্তমানে ওই অঞ্চল থেকে নির্বাচক প্যানেলে আছেন সাবেক ফাস্ট বোলার সলিল আঙ্কোলা।

বিসিসিআই সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রধান নির্বাচক হতে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ৪৫ বছর বয়সী আগারকার।

ভারতীয় দলের প্রধান নির্বাচক পদের জন্য আগ্রহী সাবেক ক্রিকেটারদের কাছ থেকে আবেদন চেয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। বেশ কয়েক জন সাবেক ক্রিকেটার আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। তাদের মধ্যে রয়েছেন আগারকারও।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা থাকার জন্য বাকিদের থেকে এগিয়ে তিনি। ভারতের জার্সিতে ২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। ভারতের হয়ে ৩৫৯ উইকেট শিকারী আগারকার নিয়মিত জাতীয় দলে খেলেছেন এই শতাব্দীর গোড়ার দিকে।

আগারকার ছাড়াও ভারতের নির্বাচক হবার দৌড়ে আছেন দিলীপ ভেংসরকার ও রবি শাস্ত্রীর মত সাবেক ক্রিকেটাররাও। জুলাইয়ের প্র‍থম সপ্তাহের মধ্যেই জানা যাবে কে হতে যাচ্ছেন ভারতের নতুন প্রধান নির্বাচক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...