করোনার দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েক জন ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাক্তি। তাদের পর এবার করোনা পজেটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
করোনা পজেটিভ হওয়ার বিষয়টি খেলা ৭১-কে নিশ্চিত করেছেন আকরাম খান নিজেই। গতকাল শরীরে করোনার উপসর্গ দেখা গেলে গতকালই নমুনা পরীক্ষা করান সাবেক এই ক্রিকেটার। আজ পরিক্ষার ফলাফল পজেটিভ এসেছে তাঁর। আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন আকরাম খান।
আজ করোনা পরিক্ষা করা হবে আকরাম খানের স্ত্রী ও তাঁর দুই সন্তানের। ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ৮টি টেস্ট ও ৪৪ টি ওয়ানডে খেলেন আকরাম খান। ৮ টেস্টে ২৫৯ রান ও ৪৪ ওয়ানডেতে ৯৭৬ রান সংগ্রহ করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তাঁর নেতৃত্বেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলো বাংলাদেশ।
গত ৮ এপ্রিল করোনা পজেটিভ হয়েছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। করোনায় আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে গামিনিকে। দুই সপ্তাহ চিকিৎসা ও বিশ্রাম শেষে আবারো করোনা টেস্ট করা হবে তাঁর।
এর আগে গত মাসের প্রথম সপ্তাহে এক বার করোনা পজেটিভ হয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। এরপর করোনা নেগেটিভ হয়ে এনসিএলের প্রথম রাউন্ড খেললেও দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে আবার করোনায় আক্রান্ত হন এই ব্যাটসম্যান।
এছাড়া করোনা পজেটিভ হয়েছিলেন সাদমান ইসলাম অনিক। সাদমান এনসিএলের এক রাউন্ডও খেলতে পারেননি। এনসিএলের প্রথম রাউন্ড খেললেও করোনা পজেটিভ হওয়ার কারণে দ্বিতীয় রাউন্ড খেলতে পারেননি এবাদত হোসেন। প্রথম রাউন্ডের তৃতীয় দিনে করোনা পজেটিভ হয়ে মাঠ ছাড়েন এই পেসার।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও করোনা পজেটিভ হয়ে খেলতে পারেননি এনসিএলের দ্বিতীয় রাউন্ড।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলির সাথে এনসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রংপুর বিভাগের বেশ কয়েকজন ক্রিকেটার।
বাংলাদেশ ইমার্জিং দলের সাথে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার সময় করোনা পজেটিভ হয়েছিলেন আয়ারল্যান্ড উলভসের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস। এই আইরিশ ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথেই ম্যাচ স্থগিত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।