বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন আকরাম খান

সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন আকরাম খান। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন এবার পরিচালক নির্বাচিত হওয়ার পর চট্টগ্রামে উন্নত মানের একাডেমীর কাজ শুরু করবেন তিনি। আকরাম খান আশাবাদী আগামী দুই তিন মাসের ভিতরই এটার ফলাফল দেখতে পাবে সবাই।

বর্তমানে আকরাম খান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বোর্ডের পরিচালকও তিনি। এবার নির্বাচিত হলে চট্টগ্রাম থেকে টানা তৃতীয় বারের মত পরিচালক নির্বাচিত হবেন তিনি। আগের দুই মেয়াদে নিজ বিভাগের জন্য তিনি কতটুকু কাজ করেছেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে ভালো ভাবেই।

তবে আজ (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দিতে এসে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি চট্টগ্রামের ক্রিকেট নিয়ে আশার কথায় শোনালেন। আকরাম খান জানিয়েছেন চট্টগ্রামে তাঁরা অ্যাকাডেমি করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কিন্তু করোনার কারণে কাজ শুরু করতে পারেননি। সব কিছু ঠিক থাকলে দ্রুতই অ্যাকাডেমির কাজ শুরু করবেন তাঁরা।

আকরাম খান বলেন, ‘আমরা চট্টগ্রামের জন্য কাজ করছি। এরপর দেশের জন্য তো আমরা কাজ করছিই। দোয়া করবেন যেন আগের চেয়ে চট্টগ্রাম থেকে বেশি ক্রিকেটার আসে। এখন অনূর্ধ্ব ১৯ বলেন বা জাতীয় দল বলেন খেলছে। ভবিষ্যতে আরো অনেকে খেলবে। আমাদের আরো পরিকল্পনা আছে। একটা একাডেমি করার পরিকল্পনা ছিল।’

তিনি আরো বলেন, ‘কোভিডের কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে কিছু দিনের মধ্যে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এটা নিয়ে আজম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এটাতে চট্টগ্রাম বিভাগে যত গুলো জেলা আছে, সব জায়গা থেকে প্রতিভাবান খেলোয়ড় নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করব।’

আকরাম খান জানিয়েছেন শুধু তিনিই নয়। ক্যাটাগরি-১ জেলা ও বিভাগ থেকে নির্বাচিত পরিচালক সবাই আঞ্চলিক ক্রিকেট নিয়ে কাজ করছেন। কিন্তু করোনার কারণে সেই কাজ পিছিয়ে গেছে। আকরাম খান আশাবাদী খুব দ্রুত আবার সব কাজ শুরু হবে এবং আগামী দুই তিন মাসের ভিতর সবাই ফলাফল দেখতে পাবে।

তিনি বলেন, ‘আমরা যারা ক্যাটাগরি–১, জেলা ও বিভাগ থেকে এসেছি তাঁরা এ বিষয়ে অনেক এগিয়েছি। করোনার কারণে আমরা সেভাবে এগিয়ে যেতে পারিনি। গত সভাতেও এ নিয়ে কথা হয়েছে। আমি নিশ্চিত আগামি দুই তিন মাসের ভিতর এর ফলাফল পাবেন। চট্টগ্রামে আমরা একটা উন্নতমানের একাডেমি করতে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link