আলিস ইন ওয়ান্ডারল্যান্ড, পার্ট টু

একটা বাউন্ডারির অপেক্ষা। এই সময়ে আবার মাঠে আলিস। বাকিটা তো ইতিহাস! হাঁটতে পারছিলেন না, কিন্তু পেশাদারিত্ব তাঁকে নামতে বাধ্য করে! এই পেশাদারিত্বের জন্যই নায়ক আলিস!

ম্যাচ শেষে সবাই কাঁদছেন, কেউ আনন্দে, কেউ আক্ষেপে, কেউবা উৎসবের উৎসাহে। কান্নার কারণ একজন – আলিস আল ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেখা হয়ে গেল আলিস ইন ওয়ান্ডারল্যান্ড ছায়াছবির দ্বিতীয় কিস্তি!

শেষ বলে চার রান দরকার। দুই বল আগে খোড়াতে খোড়াতে মাঠ ছেড়ে যাওয়া আলিস তড়িঘড়ি করে প্যাড আপ হয়ে মাঠে নামলেন। বাকিটা ইতিহাস। কভারের ওপর দিয়ে স্লাইস করে দিলেন মুশফিক হাসানকে। বলের গন্তব্য তখনই নির্ধারিত হয়ে গেছে।

বাউন্ডারির ছোয়া বলটা যেই না পেল, চিটাগং কিংসের সবাই ঢুকে পড়ল মাঠে। একে একে জড়িয়ে ধরল আলিসকে। কয়েকজন মিলে আলিসকে কাঁধে নিল। কি অবিশ্বাস্য একটা ম্যাচ! কি অবিশ্বাস্য এক ম্যাচ উইনিংস নক!

সাতে বলে ১৭ রানে অপরাজিত। আর এই অসামান্য ইনিংসে নিশ্চিত হয়ে গেল চিটাগং কিংসের ফাইনাল। ছিটকে গেল খুলনা। ক্রিজে বসে পড়েছেন ব্যর্থ মুশফিক হাসান। কয়েকটা ওভার আগেই এক ওভারে তাঁর জোড়া আঘাতে ম্যাচে ফিরে এসেছিল খুলনা টাইগার্স। হিরো থেকে তিনি ট্র্যাজিক হিরো।

শেষ ওভারে মিরাজের জুয়া কাজে লাগল না। বরং জিতে গেল চট্টগ্রামের অসামান্য সাহস। আর সেই সাহসের নাম আলিস আল ইসলাম। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন বর্ষিয়ান আরাফাত সানি। সানিও ১৩ বলে করেন ১৮ রান!

ছোট্ট, কিন্তু কার্যকর এই জুটির শেষটা জমে ক্ষির হয় শেষ ওভারে। শেষ ওভারে জিততে চিটাগংয়ের দরকার ছিল ১৫ রান। প্রথম তিন বল থেকে সাত রান বের করেন আরাফাত সানি। তৃতীয় বলে দ্বিতীয় রান নিতে গিয়ে উল্টে পড়েন আলিস। তিনি সাজঘরে ফিরেন।

ক্রিজে তখন শরিফুল ইসলাম। এক বলে চার মেরে পরের বলেই জেসন হোল্ডারের হাতে ক্যাচ দেন শরিফুল। শেষ বলে দরকার চার রান। একটা বাউন্ডারির অপেক্ষা। এই সময়ে আবার মাঠে আলিস। বাকিটা তো ইতিহাস! হাঁটতে পারছিলেন না, কিন্তু পেশাদারিত্ব তাঁকে নামতে বাধ্য করে! এই পেশাদারিত্বের জন্যই নায়ক আলিস!

এই মিরপুরেই বিপিএলের অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন! সেটা ছিল আলিস আল ইসলামের প্রথম উত্থান। আর এবারের ফিনিশিং নকটা হল তাঁর পূর্ণতা প্রাপ্তির সময়। ফাইনাল খেলবেন কি না, এখনও নিশ্চিত নয় – তবে তাঁর এই কীর্তি ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটে!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link