ক্রিকেটে ভালো ফলাফল পেতে হলে দলে ভালো ব্যাটসম্যান এবং বোলারের বিকল্প নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দলের অলরাউন্ডাররাই মূল পার্থক্য গড়ে দেয়।
একজন অলরাউন্ডার কোনো ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ভালো করার সুযোগ পান। যদিও অলরাউন্ডাররা মাঝে মাঝে নানা সমস্যার সম্মুখীন হন; যেমন – স্পিন বোলিং অলরাউন্ডাররা এশিয়ার বাইরে তেমন সফল নন। আবার পেস বোলিং অলরাউন্ডাররা বেশি ইনজুরিপ্রবণ।
১০ নম্বরের মধ্যে যদি সময়ের সেরা অলরাউন্ডারদের নাম্বার দেওয়া হত কত পাবেন তাঁরা? আসুন দেখে নেয়া যাক বর্তমানে বিশ্বের সেরা দশ অলরাউন্ডাররা কত পেলেন।
- কলিন ডি গ্রান্ডহোম – ৬.৫
কলিন ডি গ্রান্ডহোম নিউজিল্যান্ড ক্রিকেট দলের নিয়মিত মুখ। মিডিয়াম পেসে কার্যকরী সুইং বোলিংয়ের পাশাপাশি সাত নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে তিনি সিদ্ধহস্ত। বড় ইনিংস খেলার সামর্থ্য থাকলেও নিচের দিকে ব্যাট করায় খুব একটা সুযোগ পান না। এখনো পর্যন্ত ২৩৯৪ রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
- কাইরেন পোলার্ড – ৭
সীমিত ওভারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক কিয়েরন পোলার্ড ব্যাট হাতে ঝড়ো সব ইনিংস খেলার জন্য বিখ্যাত। কয়েকদিন আগেই শিরোনাম হয়েছিলেন এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে। ব্যাটিং মূল পরিচয় হলেও স্লো মিডিয়াম পেস বোলিংয়েও সমান কার্যকরী এই ক্যারিবীয়। টেস্ট ক্রিকেটকে দূরে সরিয়ে এখনো মনোযোগী আছেন সীমিত ওভারের ক্রিকেটেই। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮৪১ রান এবং ৯১ উইকেট নিয়েছেন তিনি।
- হার্দিক পান্ডিয়া – ৭.৫
বর্তমান ভারতীয় দলে হার্দিক পার্ন্ডিয়ার গুরুত্ব অনস্বীকার্য; ব্যাট হাতে ঝড় তুলতে পারেন আবার মিডিয়াম পেস বোলিংয়েও দারুণ এই ক্রিকেটার। তর্কসাপেক্ষে কপিলে দেবের পরে সেরা ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার। যদিও ইনজুরির কারণে অনেকদিন যাবত বল করছেন নাহ। ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো পর্যন্ত ২২৭৩ রান এবং ১১৩ উইকেট শিকার করেছেন তিনি।
- মঈন আলী – ৮
ইংল্যান্ড দলে বেন স্টোকসের কারণে তেমন প্রচারের কেন্দ্রে না থাকলেও ঠিকই নিজের দায়িত্ব পালন করে গেছেন মঈন আলী। ব্যাটিং অর্ডারে উঠানামা করেছেন পুরো ক্যারিয়ার জুড়ে, কখনো ওপেনিংয়ে নেমেছেন আবার কখনোবা লোয়ার অর্ডারে। কিন্তু যেখানেই সুযোগ পেয়েছেন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি তার ডানহাতি অফস্পিনও সমান কার্যকরী। কয়েকমাস যাবত জাতীয় দলের বাইরে থাকলেও এই ইংরেজ অলরাউন্ডার ৫০৭২ রান এবং ২৯২ উইকেট শিকার করেছেন।
- মোহাম্মদ নবী – ৮
আফগানিস্তান ক্রিকেটের প্রথম সুপারস্টার তিনি। রশিদ খান, মুজিব উর রহমানের আগমনের অনেক আগে থেকেই একা হাতে বহু জিতিয়েছেন আফগানদের। বর্তমানে টি-টোয়েন্টিতে আইসিসি র্যাংকিংয়ে এক নম্বরে আছেন তিনি। ব্যাট হাতে ৪২৪৬ রান করার পাশাপাশি ডানহাতি অফস্পিনে শিকার করেছেন ২১২ উইকেট।
- রবিচন্দন অশ্বিন – ৮.৫
এক দশক ধরেই ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দন অশ্বিন। সাদা পোশাকের ক্রিকেটে দল থেকে বাদ পড়লেও লাল বলের ক্রিকেটে তিনি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ।২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে এনেছেন আমূল পরিবর্তন। পাঁচ সেঞ্চুরিতে করেছেন ৩৪৫৪ রান। আর অফস্পিনের মায়াজালে বিভ্রান্ত করে সংগ্রহ করেছেন ৬১১ উইকেট যা তাকে এনে দিয়েছে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনারের খেতাব।
- জেসন হোল্ডার – ৮.৫
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার বহুদিন দলকে টেনেছেন একাহাতে। বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়ে সিনিয়র ক্রিকেটাররা জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিলে তিনি একাই চেষ্টা করে গেছেন ক্যারিবীয় দলটাকে এক সুতোয় গাঁথার। বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সাথে সাথে উন্নতি করেছেন ব্যাটিংয়েও। বর্তমান সময়ের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার তিনি। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৫৩ রান এবং ২৭৮ উইকেট নিয়েছেন তিনি।
- রবীন্দ্র জাদেজা – ৯
বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিং- বোলিংয়ের পাশাপাশি তর্কসাপেক্ষে বর্তমান সময়ের সেরা ফিল্ডার তিনি। ভারতের লম্বা ব্যাটিং লাইনআপের কারণে নিচের দিকে ব্যাট করলেও এখনো পর্যন্ত সংগ্রহ করেছেন ৪৫৮২ রান। পাশাপাশি বাঁহাতি স্পিনে শিকার করেছেন ৪৪৭ উইকেট। গত কয়েকবছর ধরেই ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ তিনি।
- বেন স্টোকস – ৯.৫
ইয়ান বোথাম এবং অ্যান্ড্রু ফ্লিনটফের পরে ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ব্যাট এবং বল দুইজায়গাতেই সমান পারদর্শী তিনি। বিশ্বকাপ ফাইনালে একা হাতে জিতিয়েছেন দলকে। আর হেডিংলির ইনিংস তাকে এনে দিয়েছে অমরত্ব। ব্যাট হাতে নিয়েছেন ৭৮৯০ রান এবং বল হাতে করেছেন ২৫৬ উইকেট। বেন স্টোকস মূলত পরিচিত একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার জন্য।
- সাকিব আল হাসান – ৯.৫
বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন তিন ফরম্যাটেই আইসিসি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে। ব্যাট হাতে ১১,৯৫২ রান সংগ্রহের পাশাপাশি বাঁহাতি স্পিনে সংগ্রহ করেছেন ৫৭১ উইকেট।