এখন পর্যন্ত ভারত জাতীয় দলের প্রধান কোচের আসনে বসেছেন ২৬ জন, এছাড়া নারী দলের কোচ হয়েছেন আরো নয় জন। এদের মধ্যে অধিকাংশই ভারতের সাবেক ক্রিকেটার, আবার বিদেশী নামীদামী ব্যক্তিত্বও রয়েছেন। তাঁদের নিয়েই এবার মজার একটা একাদশ গড়ে ফেলা যাক।
- ওপেনার: গৌতম গম্ভীর, গ্যারি কার্স্টেন
গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব পেয়েছেন সম্প্রতি। আইপিএলে কোচ এবং মেন্টর হিসেবে ব্যাপক সাফল্য পাওয়ায় তাঁকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। অন্যদিকে গ্যারি কার্স্টেন ভারতীয় ইতিহাসেরই অন্যতম স্মরণীয় কোচ; তাঁর হাত ধরেই ২০১১ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। কাল্পনিক একাদশের ওপেনিং সামলাবেন এ দুজন।
- মিডল অর্ডার: রাহুল দ্রাবিড়, গ্রেগ চ্যাপেল, সন্দীপ পাতিল, ভিভিএস লক্ষ্মণ
তেরো বছরের অপেক্ষা শেষে যিনি ভারতকে বিশ্বকাপ জেতালেন সেই রাহুল দ্রাবিড় আছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে; দলটির উইকেটরক্ষক হিসেবেও ভূমিকা রাখবেন তিনি। তাঁর সঙ্গে আছেন ভিভিএস লক্ষ্মণ এবং সন্দীপ পাতিল। যদিও কোচ হিসেবে দু’জনের কেউই সেই অর্থে বিখ্যাত নন।
তবে মিডল অর্ডারে রাখা হয়েছে গ্রেগ চ্যাপেলকে, যিনি একইসাথে বিখ্যাত এবং বিতর্কিতও বটে। ২০০৭ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ভরাডুবির জন্য আজও দায়ী ভাবা হয় তাঁকে। এছাড়া খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহারের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।
- অলরাউন্ডার: কপিল দেব, রবি শাস্ত্রী, সঞ্জয় ব্যাঙ্গার
নিজের সময়ের তো বটেই, সর্বকালের সেরা অলরাউন্ডারদের আলোচনাতেও থাকবেন কপিল দেব। ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো এই তারকা এই একাদশের অধিনায়কত্ব করবেন। এছাড়া একাদশের ভারসাম্য ঠিক রাখার কাজটা করবেন আরো দুই অলরাউন্ডার রবি শাস্ত্রী এবং সঞ্জয় ব্যাঙ্গার।
- বোলার: অনিল কুম্বলে, বিষাণ সিং বেদী
অনেক প্রত্যাশা নিয়ে ভারতের হেড কোচ হয়েছিলেন অনিল কুম্বলে; শুরুটা ভাল হলেও সবমিলিয়ে অবশ্য কোচিং ক্যারিয়ার সুখকর ছিল না তাঁর। তবে এমন একজন স্পিনারকে একাদশে রাখতে বাধ্য হবেন যে কেউ। একই কথা বলা যায় বিষাণ সিং বেদীকে নিয়েও; কোচ হিসেবে অল্প সময় দায়িত্বে থাকা এই কিংবদন্তি ভারতের অন্যতম সেরা বোলার।