তুমি কি ভারতের বাইরে আদৌ রান করতে পারো?

অ্যান্ডারসন বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম,' তুমি কি ভারতের বাইরে রান করতে পারো?'

হাঁটুর বয়সী শুভমান গিলকেও কথার লড়াইয়ে ছাড়েননি জেমস অ্যান্ডারসন। ধর্মশালায় ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সর্বশেষ টেস্টে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভারতীয় ব্যাটার গিল সেদিন সংবাদ সম্মেলনে কিছু বলেননি।

কবে, এবার মুখ খুলেছেন অ্যান্ডারসন। বিসিবির টেইলএন্ডারস পডকাস্টে তিনি এই প্রসঙ্গে মুখ খুলেন।  কিংবদন্তি অ্যান্ডারসনওই ম্যাচে নেন তাঁর ৭০০ তম টেস্ট উইকেট। যেখানে তাঁর ৬৯৯ তম শিকার ছিলেন গিল।

গিল বরাবরই অ্যান্ডারসনের প্রিয় শিকার। অ্যান্ডারসনের বিপক্ষে এখন পর্যন্ত সাদা পোশাকে ১৬৬ টি বল মোকাবেলা করে গিল রান করেছেন ৯১। আউট হয়েছেন ছয়বার।

অ্যান্ডারসন বলেন, ‘আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি ভারতের বাইরে আদৌ রান করতে পারো? উত্তরে গিল বলে, ‘তোমার এখন অবসরের সময়।’ আর এর দুই বল পরেই আমি তাঁকে আউট করেছিলাম।

ভারতের কুলদীপ যাদবকে আউটের মাধ্যমে অ্যান্ডারসন ৭০০ উইকেটের ক্লাবে যোগ দেন। ক্যারিয়ারের  ১৮৭ তম টেস্টে এই কীর্তি গড়েন অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে ইংল্যান্ডের অভিজ্ঞ এই ক্রিকেটার রেকর্ডের খাতায় লেখান নিজের নাম।

কুলদীপ আগেই জানতেন যে অ্যান্ডারসন তাঁকে নিজের ৭০০ তম শিকার বানাবেন। এমন দাবি করেন অ্যান্ডারসন নিজেই। ৪ বছর বয়সী অ্যান্ডারসন বলেন, ‘কুলদীপ আমাকে বলেছিল, আমি তোমার ৭০০ তম শিকার হতে যাচ্ছি। না, ও নিজে থেকে আউট হওয়ার চেষ্টা করছিল না। ও বলছিল, কারণ ওর তেমন মনে হচ্ছিল।’

কুলদীপের ভবিষ্যৎদ্বানী এরপর সত্যি হয়। আর মাত্র ৯ টি উইকেট নিলেই টপকে যাবেন দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে। ৮০০ উইকেট নিয়ে শীর্ষ স্থানে আছেন আরেক কিংবদন্তি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...