দীনহীন আসরের মানহীন কোচ!

পাকিস্তান ক্রিকেট মানেই যেন আলোচনা- সমালোচনার ঝড়, ক্ষোভ, আক্ষেপ আর এক রাশ হতাশা। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটের আকিব জাভেদ নতুন করে সমালোচনার ডালা মেলে ধরলেন। তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোচ নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিন্দা করলেন। 

সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে জাভেদ পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পেশাদারিত্বের অভাব নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তিনি বোর্ডের কোচ নির্বাচন প্রক্রিয়ার বিষয়টির সমস্যা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এটা অহংকারের বিষয় না, এটা মূলত মানসিকতার বিষয়। আপনি যদি গত ১০-১২ বছর আগের কথা বলেন, মিকি আর্থার ছাড়া, পিসিবি কোনো পেশাদার কোচ নিয়োগ করতে পারেননি। সমগ্র বিশ্বে কোচ নির্বাচনের আগে বিজ্ঞাপন দেয়া হয়। সেখানে সাধারণত লেভেল থ্রি প্লাস সমপরিমাণ যোগ্যতা আর ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়।’ 

জাভেদের মতে, পাকিস্তান ক্রিকেটে কোচ নিয়োগ হয় অদ্ভুত নিয়মে। তিনি বলেন, ‘পিসিবি প্রথমে একজনকে নিয়োগ দেয় এবং তারপর সেই ব্যক্তি অনুসারে বিজ্ঞাপন দেয়। তাই আপনি যখন বিজ্ঞাপনটি সংশোধন করবেন না, তখন যে কেউ সেখানে আবেদন করতে পারবে। তাহলে মানদন্ড কোথায় রইল?’ 

নিয়োগের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্যতা আর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তুলে ধরেন জাভেদ। তিনি বলেন, ‘আমি সবসময় বলেছি, আগে আপনার যোগ্যতা তৈরি করে তারপর সিদ্ধান্ত নেয়া উচিত। কোনো ধরণের যোগ্যতা, অভিজ্ঞতা ছাড়া, যে কি না এক দিনও কোচিং করায়নি আপনি তাঁকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছেন। এটা সমালোচনা নয়, বরং বলা হচ্ছে কোচ নিয়োগে আপনাকে আরো পেশাদারিত্ব দেখাতে হবে।’ 

লাহোর কালান্দার্সের প্রধান এই কোচ বলেন যে, এবারের পিএসএল কোনো দিক থেকেই প্রশংসনীয় ছিল না।ক্রিকেটের মান থেকে শুরু করে পিচের মান আর দর্শকের উপস্থিতি কোনো কিছু সন্তোষজনক ছিল না।

এবারের আসরে লাহোর কালান্দার্স নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। দশটি ম্যাচের মধ্যে তাঁর জয় পায় মাত্র একটিতে আর একটি ম্যাচ প্রতিকূল আবহাওয়ার কারণে ভেস্তে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link