মুস্তাফিজের সম্মানে চাহারের জার্সি নম্বর পরিবর্তন?

নবাগত মুস্তাফিজকে এই ভারতীয় তারকা একেবারে আপন করে নিয়েছেন। নিজের এতদিনের সঙ্গী ‘৯০’ নম্বর জার্সিটা তুলে দিয়েছেন ফিজের হাতে।

বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানের জার্সি নম্বর ‘৯০’। অভিষেকের পর থেকে এই জার্সি পরেই খেলছেন তিনি। শুধু জাতীয় দল নয়, আইপিএল, বিপিএল সহ সব খেলাতেই তাঁর জার্সি নম্বর ধ্রুব থাকে। ব্যতিক্রম হয়নি এবারও, প্রথমবারের মত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ হয়েছে তাঁর; সেখানেও ‘৯০’ নম্বর তাঁকেই দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

গড়পড়তা ক্রিকেটভক্ত হলে ব্যাপারটা স্বাভাবিক মনে হবে আপনার কাছে। কিন্তু গত কয়েক বছর যারা আইপিএলের খোঁজ রেখেছেন তাঁরা একটু হলেও অবাক হবেন, কেননা এতদিন ‘৯০’ সংখ্যাটি শোভা পেতো দীপক চাহারের গায়ে। তাই তো প্রশ্ন উঠেছে, তবে কি মুস্তাফিজকে সম্মান দেখাতেই প্রিয় জার্সি ছেড়েছেন ভারতীয় পেসার?

২০১৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন চাহার, দলটির গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। প্রতিটি আসরেই ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। সেজন্যই তাঁকে হাতছাড়া করেনি মহেন্দ্র সিং ধোনির দল।

সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও নবাগত মুস্তাফিজকে এই তারকা একেবারে আপন করে নিয়েছেন। নিজের এতদিনের সঙ্গী ‘৯০’ জার্সিটা তুলে দিয়েছেন ফিজের গায়ে। আর এই জার্সি পরেই ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন কাটার মাস্টার। প্রথম ম্যাচেই জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার।

অন্যদিকে, দীপক চাহার খেলছেন নয় নম্বর জার্সি পরে। এই সংখ্যাটির গুরুত্বও নেহাত কম নয়। সাবেক তারকা আম্বাতি রায়ডু খেলতেন নয় নম্বর জার্সি পরে; তাঁর অবসরের পর এখন এটির মালিক বনে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

অবশ্য ফুটবলের মত ক্রিকেটে জার্সি নিয়ে খুব একটা মাতামাতি নেই। যে যার ইচ্ছেমত বেছে নেন একেক জার্সি নম্বর। তবু কেউ যদি আরেকজনের প্রতি সম্মান দেখিয়ে নিজের প্রিয় জিনিস উপহার দেয় তাহলে প্রশংসা করতেই হয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...