রবির ঝলসানো আলো

রবির আলোয় উদ্ভাসিত হল ধর্মশালা। আর সেই আলোয় ঝলসে গেল ইংল্যান্ড দল। ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে রবিচন্দ্রন অশ্বিন দুই ইনিংস মিলে নিলেন নয় উইকেট। আর তাতেই ইনিংস ব্যবধানে হারতে বাধ্য হল ইংলিশ দল।

রবির আলোয় উদ্ভাসিত হল ধর্মশালা। আর সেই আলোয় ঝলসে গেল ইংল্যান্ড দল। ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে রবিচন্দ্রন অশ্বিন দুই ইনিংস মিলে নিলেন নয় উইকেট। আর তাতেই ইনিংস ব্যবধানে হারতে বাধ্য হল ইংলিশ দল।

চলতি সিরিজেই মাত্র দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্যারিয়ারে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অশ্বিন। অথচ, এই অফ স্পিনারের আসলে বোলার হওয়ারই কথা ছিল না। তামিল নাড়ুতে যখন বয়স ভিত্তিক ক্রিকেট খেলতেন, তখন ছিলেন পুরোদস্তর ব্যাটার।

পরে বোলিংয়ে জোর দেওয়ায় রীতিমত টেস্ট ক্রিকেটে নিজের ভাগ্যই পাল্টে ফেলেছেন তিনি। যদিও, ব্যাটিংয়েও কম পারদর্শী নন তিনি। টেস্ট ক্যারিয়ারে পাঁচটা সেঞ্চুরি করে ফেলা তো আর মুখের কথা নয়। তিনি ইদানিং আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডার হিসেবে থাকেন ওপরের দিকেই।

আর ধর্মশালাতেই অনন্য এক রেকর্ডও করে ফেলেছেন অশ্বিন। ছাড়িয়ে গেছেন সাবেক ভারতীয় অধিনায়ক স্বয়ং কপিল দেবকেও।

সর্বশেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বলে বোল্ড হন স্টোকস। ব্রিটিশ তারকা টেস্টে এই নিয়ে মোট ১৩ বার অশ্বিনের বলে আউট হলেন। এটাই  টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো একজন ব্যাটারকে কোনো ভারতীয় বোলারের সর্বোচ্চ সংখ্যকবার আউট করার নজীর।

এর আগে এই কীর্তি ছিল কপিল দেবের। কপিল দেব টেস্টে পাকিস্তানের মুদাসসর নাজারকে মোট ১২ বার আউট করেন। অন্যদিকে, টেস্টে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে মোট ১১ বার আউট করেছেন অশ্বিন। ইংল্য়ান্ডের অ্যালিস্টেয়ার কুককে টেস্টে ১১ বার আউট করেছেন ইশান্ত শর্মা। মানে, তৃতীয় স্থানটাও যুগ্ম ভাবে অশ্বিনের দখলে।

ধর্মশালায় একটা লজ্জার রেকর্ডও হয়েছে অশ্বিনের। এই ম্যাচে নিজের রানের খাতা খুলতে পারেননি অশ্বিন। এর ফলে রবিচন্দ্রন তৃতীয় ভারতীয় হিসেবে তার ১০০ তম টেস্টে শূন্য রানে আউট হয়েছেন।

তবে, মুরালিধরন, ওয়ার্ন ও কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে নিজের ১০০ তম টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। এ নিয়ে ৩৬ বার পাঁচ উইকেট নিলেন তিনি। এটাই ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন অনিল কুম্বলেকে। কুম্বলে ৩৫ বার পাঁচ উইকেট নেন।।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...