ম্যাজিশিয়ান ম্যাক্সির জাদু যাত্রা ক্ষান্ত হল

একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল, অথচ এই মঞ্চেই তো ব্যাট হাতে লিখেছিলেন এক মহাকাব্য। ভগ্নস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই করেছিলেন ভয়ংকর হয়ে ওঠা আফগানিস্তানের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে। ওয়াংখেড়েতে ব্যাট দিয়ে লিখে রেখেছিলেন ‘ক্রিকেটে সব অসম্ভবকেই জয় করা যায়।’

একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল, অথচ এই মঞ্চেই তো ব্যাট হাতে লিখেছিলেন এক মহাকাব্য। ভগ্নস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই করেছিলেন ভয়ংকর হয়ে ওঠা আফগানিস্তানের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে। ওয়াংখেড়েতে ব্যাট দিয়ে লিখে রেখেছিলেন ‘ক্রিকেটে সব অসম্ভবকেই জয় করা যায়।’

২০১২ সালে যে যাত্রাটা শুরু করেছিলেন, অবশেষে থেমে গেলেন ২০২৫ এ এসে। মাঝখানে যা করে গেছেন, তা হয়তো ক্রিকেট মনে রাখবে, মনে রাখতে বাধ্য। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে ওই একটা ইনিংসে যে চিনিয়েছিলো, তাঁর ভেতরে বইছে অজিদের রক্ত, তাই তো মাটি কামড়ে লড়াই করে গেছেন। আফগানদের বিপক্ষে ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯১ রানেই সাত উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ওই ম্যাচ যে জেতা সম্ভব, হয়তো কেউ কল্পনাতেও ভাবার সাহস দেখায়নি। প্যাট কামিন্সকে সাথে নিয়ে ১৭০ বলে ২০২ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন, যেখানে কামিন্সের অবদান ছিলো ৬৮ বল খেলে মাত্র ১২ রান।

ক্র্যাম্পে জর্জরিত শরীর, একসময় তো দাঁড়িয়েও থাকতে পারছিলেন না। তবুও থামেননি। এক পায়ে দাঁড়িয়ে খেললেন ইতিহাসের সেরা ইনিংসগুলোর একটি—২০১ রান, অপরাজিত। অবশ পা নিয়ে যখন একের পর এক ছয় হাঁকাচ্ছেন, তখন গ্যালারি থেকে হয়তো সেই ছয়গুলোই প্রতিধ্বনি তুলছিল, ‘ম্যাক্সি! ইউ আর দ্য ম্যাজিশিয়ান!’

১৪৯ ম্যাচ, ৩৯৯০ রান, ৭৭ উইকেট—সংখ্যাগুলো অনেক কিছু বললেও, গ্লেন ম্যাক্সওয়েল নামটাই তো অভিজাত, তা কোনো পরিসংখ্যানে আটকে রাখা যায় না। ওয়ানডেতে ১২৬ স্ট্রাইক রেটে ব্যাট করা তো আর সহজ ব্যাপার নয়।

তবে যে ব্যাপারটা বলা সহজ নয়, সেটা যেন অনায়াসে বলে দিলেন—বলে দিলেন, অস্ট্রেলিয়ার অভিজাত পোশাকে আর একদিনের ক্রিকেটে মাঠে নামা হবে না। ক্রিকেট দুনিয়ায় যেন এক রঙিন অধ্যায়ের ইতি টেনে দিলেন তিনি।

ওয়ানডে ফরম্যাটে আর হয়তো বোলারদের মনে ভয় ধরাবেন না, আর হয়তো বাইশ গজে ঝড়ের তাণ্ডব চালাবেন না। ৩৬ বছর বয়সেই তুলে রাখলেন নিজের ব্যাট-প্যাড। ক্রিকেটাররা আসেন, যান। কিন্তু কিছু নাম ইতিহাস হয়ে যায়। গ্লেন ম্যাক্সওয়েল তেমনই এক নাম—যিনি ক্রিকেটকে দেখিয়েছেন, কিভাবে ঝড় আর গর্জন একসাথে মিলিয়ে দেওয়া যায়। তবে সবকিছুর ঊর্ধ্বে যে ওই একটা শব্দ—‘বিদায়’।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link