আজিজুল হাকিম, আপনি থাকছেন!

তারুণ্যের ঝাণ্ডা কিংবা তামিম নামের মাহাত্ম্য, দুটোই রক্ষার দায়িত্ব ছিল আজিজুল হাকিম তামিমের কাধে। এ দফায় অন্তত সফল তামিম। এক্সট্রা কাভার থেকে মিড উইকেট বাউন্ডারি, তামিম রাঙিয়েছেন মাঠের প্রতিটা প্রান্ত। এবার দায়িত্বকে সামনে এগিয়ে নেয়ার পালা।

ভিনি, ভিসি, ভিদি। বহুল ব্যবহৃত এই ল্যাটিন শব্দগুলোই ব্যবহৃত হতে পারে আজিজুল হাকিম তামিমকে বোঝাতে। আসলেন, খেললেন, জয় করলেন। দিন কয়েক আগে ব্যাটে, বলে, অধিনায়কত্বে প্রতাপ দেখিয়ে জিতেছেন যুব এশিয়া কাপ।

প্রফেশনাল ক্যারিয়ারের অভিষেকেও সেই ফর্ম টেনে নিয়ে এসেছেন সিলেটে। এনসিএল টি-টোয়েন্টি ২০২৪-২৫ এ খুলনার হয়ে অভিষেক ম্যাচেই ৩১ বলে খেলেছেন ৫৩ রানের এক বিষ্ফোরক ইনিংস। রয়েছে তিনটি চার এবং চারটি ছক্কার মার।

ব্যাটিংয়ে তামিম কতটা প্রভাব বিস্তার করেছেন, একটা ছোট তথ্যতেই স্পষ্ট। প্রথম বলে বিজয়ের উইকেট পতনের পরে উইকেটে এসেছিলেন। ৭.৪ ওভারে যখন মিড উইকেট ক্যাচ আউট হয়ে ফিরছেন, তখন দলীয় রান ৭৭। অর্থাৎ উইকেটে থাকা অবস্থায় দলীয় রানের প্রায় ৭০ শতাংশ রানই এসেছে তামিমের ব্যাট থেকে।

তামিমের অভিষেক ইনিংস যেন রাঙাতেই হত। এনসিএলের প্রথম দিনে আগের ম্যাচই দুই তরুণ তুর্কী জিসান এবং আরিফুল দেখিয়েছেন ব্যাটিং ঝড়। আজিজুল হাকিম তামিমের নেমসেক, দ্য সিনিয়র মোস্ট তামিম, তামিম ইকবাল প্রত্যাবর্তনে হয়েছেন ব্যর্থ।

তারুণ্যের ঝাণ্ডা কিংবা তামিম নামের মাহাত্ম্য, দুটোই রক্ষার দায়িত্ব ছিল আজিজুল হাকিম তামিমের কাধে। এ দফায় অন্তত সফল তামিম। এক্সট্রা কাভার থেকে মিড উইকেট বাউন্ডারি, তামিম রাঙিয়েছেন মাঠের প্রতিটা প্রান্ত। এবার দায়িত্বকে সামনে এগিয়ে নেয়ার পালা।

Share via
Copy link