খুবই সন্নিকটে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে সবাই। প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও বিশ্বকাপের দল নিয়ে কথা বলেন।
আগামী জুনে গ্রান্ড পেইরি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার তৃতীয় বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন।
ঐ সংবাদ সম্মেলনে বাবরকে জিজ্ঞেস করা হয়, নিউজিল্যান্ড সিরিজের জন্য নির্বাচিতরা কি বিশ্বকাপের দলে থাকবেন কিনা। জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজ। তবে বিশ্বকাপেও একই দল থাকতে পারে। আপনি জানেন না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। কেননা, হাতে এখনো বেশ সময় আছে।’
বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের জন্য দল ঘোষণার পরেও সময় থাকবে। কেউই শত ভাগ নিশ্চিত নয় দল নির্বাচনের ক্ষেত্রে। তবে আমরা সেরা দল নিয়েই বিশ্বকাপে যাব।’
২০ দল নিয়ে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২১ এবং ২০২২ সংস্করণের প্রথম রাউন্ড আর সুপার ১২ থেকে আলাদা হবে এবারের আয়োজন। পাঁচদলের চারটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল সুপার এইট পর্বে যাবে, যেখানে বাকি দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুইদল তারপর সেমিফাইনালে যাবে।
বিশ্বকাপের সেমিফাইনাল ২৬ এবং ২৭ জুন যথাক্রমে গায়ানা এবং ত্রিনিদাদে খেলা হবে এবং বিশ্বকাপের ক্লাইম্যাক্স ২৯ জুন বার্বাডোসে অনুষ্ঠিত হবে।
৯ জুন আইজেন আওয়ার পার্কে বহুল প্রত্যাশিত ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। জানিয়ে রাখা ভাল, অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।