Social Media

Light
Dark

বাবরের জায়গায় অধিনায়ক রিজওয়ান?

তিনি কতদিন স্থায়ী হবেন, সেটা সময়ই বলে দেবে। এর আগেও আয়োজন করে শাহীন আফ্রিদিকে অধিনায়ক নির্বাচন করে পাকিস্তান।

পাকিস্তানের অধিনায়কত্ব যেন এখন স্রেফ এক মিউজিক্যাল চেয়ার। প্রায় প্রতি সিরিজের পরই বদল আসে নেতৃত্বে। এবার সেই মিউজিক্যাল চেয়ারে নাকি বসতে চলেছেন মোহাম্মদ রিজওয়ান। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে জিও নিউজ।

আর সেই পরিবর্তনটা হবে সাদা বলের ক্রিকেটে। আবারও অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বাবর আজমকে। একটা বিরতি দিয়ে বিশ্বকাপের অধিনায়ক হয়ে এসেছিলেন বাবর আজম। তবে, প্রথম পর্ব থেকেই বাদ পড়ে পাকিস্তান।

ব্যর্থতা মাথায় বাদ পড়বেন তিনি। বাদ পড়বেন শান মাসুদও। তিনি টেস্ট ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক। টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে দেশের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর তাঁর ওপরও খড়গ নেমে আসবে।

সব কিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সফরের আগেই হয়তো নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবির এক ঘনিষ্ট সূত্র। চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান।

এই বিষয়ে এরই মধ্যে সাদা বলের হেড কোচ গ্যারি কারস্টেন গেল জুলাইয়ে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। সেই বৈঠকেই আলোচনা হয় বিকল্প নিয়ে।

বিকল্প হিসেবে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম আলোচনায় এসেছে। যদি শেষ পর্যন্ত বোর্ড সম্মত হয়, তাহলে তিন ফরম্যাটের জন্যই অধিনায়ক হতে যাচ্ছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

তবে, তিনি কতদিন স্থায়ী হবেন, সেটা সময়ই বলে দেবে। এর আগেও আয়োজন করে শাহীন আফ্রিদিকে অধিনায়ক নির্বাচন করে পাকিস্তান। তবে, এক সিরিজের ব্যর্থতাতেই তিনি ছিটকে যান। এটুকুতেই বলা যায়, পাকিস্তান ক্রিকেটে শেষ কথা বলে কিছুই নেই।

Share via
Copy link