এবিকে ছাড়িয়ে গেলেন বেবি এবি!

৪১ বলে সেঞ্চুরি হাঁকালেন ডেওয়াল্ড ব্রেভিস, রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে। শুধু তাই নয়, সেই সাথে ছাড়িয়ে গেলেন স্বয়ং এবি ডি ভিলিয়ার্সকেও।

৪১ বলে সেঞ্চুরি হাঁকালেন ডেওয়াল্ড ব্রেভিস, রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে। শুধু তাই নয়, সেই সাথে ছাড়িয়ে গেলেন স্বয়ং এবি ডি ভিলিয়ার্সকেও।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সব আলো নিজের করে নিতেই মাঠে নেমেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ভয়ংকর বোলিংয়ের বিপরীতে যেন নিজেকে আবিষ্কার করলেন আরও ভয়ংকর রূপে।

মাত্র ২৫ বল খেলেই ক্যারিয়ারের প্রথম অর্ধশতক নামের পাশে লিখে ফেলেন। তাতে শান্ত হতে পারলেন না তিনি। একের পর এক ছক্কা হাঁকিয়েছেন কখনও নো-লুক শটে, আবার কখনো ডিপ মিডউইকেটের উপর দিয়ে এবি স্টাইলে।

২২ গজে দাঁড়িয়ে যেভাবে চেয়েছেন সেভাবেই শট খেলেছেন। অজিদের কোনো পরিকল্পনাই আজ তাঁকে দমাতে পারেনি। মাত্র ৪১ বলেই তুলেছেন ক্যারিয়ারের প্রথম শতক। আর এতেই ছাড়িয়ে গেছেন নিজের আইডল এবি ডি ভিলিয়ার্সকে।

ক্যারিয়ারে ৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে কখনো সেঞ্চুরির দেখা পাননি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। সর্বোচ্চ স্কোর ছিল ৭৯। বেবি এবি সেটাকে পেছনে ফেলেছেন, শুধু তাই নয়, শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

৫৬ বলে ১২৫ রানে অপরাজিত থেকেই শেষ করেছেন নিজের ক্যারিয়ার সেরা নক। ১২ চার আর আট ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেটটা ছিল ২২৩.২১।

নিজের দিনে কি করতে পারেন বেবি এবি, তা দেখলো ক্রিকেট বিশ্ব। এমন বিধ্বংসী মেজাজের বিপরীতে হ্যাজেলউড-জাম্পারা পুরো সময়টাই ছিলেন একেবারেই অসহায়।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন তারকা নয়, যেন নতুন করে এক মহাতারকার উত্থান হচ্ছে। আর এই ব্রেভিস যদি এমনভাবেই ব্যাট চালিয়ে যেতে থাকেন, তবে প্রতিপক্ষ বোলারদের জন্য দুঃস্বপ্নের নাম হয়ে যাবে ‘বেবি এবি’।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link