বিপ্লবকে সাথে নিয়ে ফিরলেন মুশফিক-লিটন

নিউজিল্যান্ডে বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। দল থেকে বাদ পড়েছেন শুধু মাত্র মোহাম্মদ মিঠুন। গুঞ্জন থাকলেও চোট কাটিয়ে ফিরতে পারেননি তামিম ইকবাল।

নিউজিল্যান্ডে বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। দল থেকে বাদ পড়েছেন শুধু মাত্র মোহাম্মদ মিঠুন। গুঞ্জন থাকলেও চোট কাটিয়ে ফিরতে পারেননি তামিম ইকবাল।

অস্ট্রেলিয়ার দেওয়া শর্তের কারণে সর্বশেষ দুই সিরিজে একই স্কোয়াড নিয়ে খেলতে হয়েছে  বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ না পেয়েই স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিঠুন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলে জায়গা ধরে রেখেছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

দশ দিনের কোয়ারেন্টাইন না করে সময় মতো জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে না পারায় অস্ট্রেলিয়া সিরিজ খেলা হয়নি মুশফিকুর রহিমের। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরেছিলেন  এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর  পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি লিটন দাস।

বাবার মৃত্যুতে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজ না খেলে দেশে ফিরে জৈব সুরক্ষা বলয়ের বাইরে যাওয়াতে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি আমিনুল ইসলাম বিপ্লবের। এই সিরিজ দিয়ে আবার দলে ফিরলেন এই লেগ স্পিনার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলেও আগের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হওয়া সৌম্য সরকার স্কোয়াডে তাঁর জায়গা ধরে রেখেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি করলেও আরেক ওপেনার নাঈম শেখও ছন্দে ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। কিন্তু দলে তৃতীয় ওপেনারের চাহিদা পূরণ করতে টিকে গেছেন তিনিও।

চলতি মাসের ২৪ তারিখে বাংলাদেশের মাটিতে পা রাখবে নিউজিল্যান্ড। বাংলাদেশে এসে তিন  দিনের কোয়ারেন্টাইন থাকবেন নিউজিল্যান্ডের  ক্রিকেটাররা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন কিউই ক্রিকেটাররা। এরপর সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী এক সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর একই ভেন্যুতে তিন সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর হোম অব ক্রিকেটেই পাঁচ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ, আট সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ ও দশ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সব গুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বিকাল চারটা থেকে।

চলতি বছরের মার্চে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। দুটি সিরিজেই হোয়াটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে ঐ সিরিজে নিজেদের সেরা একাদশ মাঠে নামাতে পারেনি বাংলাদেশ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। আর ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন তামিম ইকবাল।

  • বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ নাঈম শেখ,  মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...