ইনজুরি দুশ্চিন্তায় জাতীয় দল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ প্রায় শেষ হয়ে আসছে। এখন সময় হয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে ভাবনার। তার আগে বাংলাদেশ দলের জন্য চিন্তার বিষয়, জাতীয় দলের অন্তত তিন জন গুরুত্বপূর্ন খেলোয়াড় চোটে পড়েছেন।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক বৃদ্ধাঙ্গুলির ইনজুরিতে মিস করেছেন এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আরব আমিরাতে তার অপারেশন হয়েছে। গতকালই চোট পেয়েছেন সৌম্য সরকার। আর সবচেয়ে গুরুতর খবর, গতকাল আঙুল ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই অনিশ্চিত হয়ে গেছেন অফস্পিনার নাঈম হাসান।

করোনা থেকে সেরে উঠে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছিলেন মুমিনুল। কিন্তু গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পান মুমিনুল। এরপর সেই আঙুলে অস্ত্রপচার করাতে হয়েছে তাকে। সেটা হয়েছে দেশের বাইরে। মুমিনুল অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই সেরে উঠবেন।

গতকাল চোট পাওয়া সৌম্য সরকারেরও খুব সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু দুশ্চিন্তা তৈরী হয়েছে নাঈমকে নিয়ে। অধুনা বাংলাদেশ জাতীয় টেস্ট দলের প্রায় অপরিহার্য অফস্পিনার নাঈম হাসান। অন্তত দেশের মাটিতে তার বিকল্প কম। এ অবস্থায় জাতীয় দলের জন্য দুঃসংবাদ, তিনি হয়তো ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ মিস করতে পারেন। অন্তত তেমনটা বলছে, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে বেক্সিমকো ঢাকার হয়ে দ্বাদশ ব্যক্তি হিসেবে ফিল্ডিং করছিলেন নাঈম। এই সময় একটি বল সেভ করতে গিয়ে ডাইভ দেন তিনি এবং আঙুল ভেঙে ফেলেন।

বিসিবির প্রধাণ চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, এখন নাঈম একজন বিশেষজ্ঞর সাথে দেখা করবেন। তিনি সিদ্ধান্ত দেবেন যে, তার অপারেশন লাগবে কি না। অপারেশন হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থাকার সম্ভাবনা নেই নাঈমের।

ক্রিকবাজকে দেবাশীষ বলেছেন, ‘ওর কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। আমরা এখন ভবিষ্যত করনীয় বুঝতে একজন বিশেষজ্ঞর এপয়নমেন্ট নিয়েছি। তার সাথে আলাপ করলে বোঝা যাবে যে, কী করতে হবে।’

দেবাশীষ চৌধুরী বলছিলেন, তারা অবশ্যই নাঈমের ব্যাপারটা নিয়ে চিন্তিত, ‘যেহেতু আঙুল ভেঙে গেছে, অবশ্যই একটা দুশ্চিন্তা আছে। ওর অপারেশন লাগলে পরিস্থিতি আরও জটিল হবে। সে ক্ষেত্রে ও হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাবে। কারণ, অপারেশনের পর সেরে উঠতে সময় লাগবে।’

জানুয়ারিতে তিন টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সিরিজ চূড়ান্ত ঘোষনা পায়নি এখনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link