বাংলাদেশ ক্রিকেটে এখন দিন বদলের গান। অধিনায়ক পাল্টে তিন ফরম্যাটেই দায়িত্বে এখন সাকিব আল হাসান। কোচ চান্দিকা হাতুরুসিংহেও এসেছেন চূড়ান্ত সাফল্য পাওয়ার মিশন নিয়েই। আর সেই মিশনটা এবার শুরু হবে এশিয়া কাপে।
দলের অনুশীলনের পুরোটা সময় ছিলেন না সাকিব আল হাসান। তিনি কানাডা ও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। তবে, প্রস্তুতির ব্যাপারে কোচ চান্দিকা হাতুরুসিংহের সাথে যোগাযোগ হয়েছে তাঁর।
প্রস্তুতিতে সন্তুষ্ট সাকিব মনে করেন, এশিয়া কাপের সবগুলো ম্যাচই জিতে আসা সম্ভব। তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’
প্রস্তুতি নিয়ে খুশি কোচ চান্দিক হাতুরুসিংহেও। তিনি বলেন, ‘প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি। এরপর সাত দিন আমরা স্কিল নিয়ে কাজ করেছি যেখানে ট্যাকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। এরপর পাঁচদিন ছিল তাদের প্রস্তুত করার লড়াই।’
বাংলাদেশের এই লঙ্কান কোচ আরও বলেন, ‘আমরা অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে।’
রোববার দুপুরে এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে উঠবে সাকিব আল হাসানের দল। পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে।
অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্য়াচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা।
এই ম্যাচ সামনে রেখে সাকিব বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’
এরপর তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের মাটিতে। যদিও, গ্রুপ পর্ব নয়, বরং সাকিব-হাতুরুসিংহের নজর যে শিরোপার দিকে – সেটা খুব ভাল ভাবেই পরিস্কার করে দিয়েছেন তাঁরা।