পরাজয়ের বিষাদে বাংলাদেশের নারীরা!

কাটায় কাটায় ১০০ রানের পরাজয়। কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিউজিল্যান্ডের কাছে হারল নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে যে শুভ সূচনাটা করেছিল বাংলাদেশ তা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বিষাদে।

কাটায় কাটায় ১০০ রানের পরাজয়। কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিউজিল্যান্ডের কাছে হারল নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে যে শুভ সূচনাটা করেছিল বাংলাদেশ তা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বিষাদে।

জ্যোতিদের জিততে হলে  করতে হতো ২২৮ রান। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামনে যা মোটেও সহজ ব্যাপার নয়। শুরুর দিকের ব্যাটাররা সেই চাপ সামলাতে পারলেন না। ঝিলিক, শারমিন, জ্যোতিরা এক অঙ্কের ঘরই পার করতে পারলেন না।

বাংলাদেশের স্কোরকার্ড তখন দাঁড়িয়েছে ছয় উইকেট হারিয়ে ৩৩ রান। এমতাবস্থায় জয়ের আশা তো দূরে থাক শঙ্কা জাগাচ্ছিল পঞ্চাশ রান পর্যন্ত জেতে না পারার। সেই শঙ্কাকে অবশ্য দূর করে দিলেন ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার মিলে। দুজনের ব্যাট থেকে এলো ৩৩ রানের জুটি। ১৭ রানে নাহিদা ফিরলে মান বাঁচানোর হাল ধরেন রাবেয়া খান।

বল হাতে নিয়েছিলেন তিন উইকেট, ব্যাট হাতে করলেন ২৫ রান। আর ফাহিমার ৩৪ রানের ইনিংসে বাংলাদেশ কোনোমতে তোলে ১২৭ রান। পরাজয় বরণ করতে হয় ১০০ রানের।

এদিন বল হাতে খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি মারুফা আক্তাররা। প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয় আট ওভার। ততক্ষণে নিউজিল্যান্ড তুলে ফেলেছে ৩৫ রান। যদিও তিন রানের ব্যবধানে তিন উইকেট তুলে বাংলাদেশ সম্ভাবনা জাগিয়ে তোলে। শেষটাতে অবশ্য সফি ডিভাইন এবং ব্রুক হ্যাল্লিডে আর কোন সুযোগই দেননি। দুজনের ফিফটি পেরোনো ইনিংসে নিউজিল্যান্ড পায় ২২৭ রানের বড় সংগ্রহ।

এ নিয়ে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। এখনও অবশ্য গ্রুপ পর্বে চার ম্যাচ হাতে আছে। পরের পরীক্ষা দক্ষিণ আফ্রিকার সাথে। এই ম্যাচে নিশ্চয় ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালাবেন জ্যোতিরা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link