বাংলাদেশের স্বপ্ন এখন লিটনের কাঁধে

তিনটি ধারাবাহিক টি–টোয়েন্টি সিরিজ জয়—পাকিস্তান, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে—প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশ দল ছন্দ খুঁজে পেয়েছে। আর এই ছন্দের মূলে যিনি, তিনি অধিনায়ক লিটন দাস।

এশিয়া কাপ ২০২৫ ঘিরে বাংলাদেশ দল জেগে উঠেছে নতুন আশায়। তিনটি ধারাবাহিক টি–টোয়েন্টি সিরিজ জয়—পাকিস্তান, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে—প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশ দল ছন্দ খুঁজে পেয়েছে। আর এই ছন্দের মূলে যিনি, তিনি অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং গল্পে লিটন দাস এক রহস্যময় চরিত্র। কখনো তিনি ব্যাট হাতে আলো ছড়ান সূর্যের মতো, আবার কখনো হঠাৎই ছায়ায় ঢাকা পড়ে যান। তবে ২০২৫ সালে লিটন যেন খুঁজে পেয়েছেন নিজের ছন্দ। আর সেই ছন্দ নিয়েই তিনি নামছেন জীবনের প্রথম এশিয়া কাপ টি–টোয়েন্টি আসরে, নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে।

সাম্প্রতিক সিরিজগুলোয় লিটনের ব্যাট ছিল চোখে পড়ার মতো ধারালো। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতানো দু’টো হাফ সেঞ্চুরি করেন। শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ৭৬ রানের ইনিংসে তাঁর পায়ের নিচের মাটি শক্ত হয়। মাঝে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে রান পাননি।

তবে, শেষ আট টি-টোয়েন্টিতে লিটনের ব্যাটে এসেছে তিনটি হাফ সেঞ্চুরি। এর মধ্যে দু’টি ইনিংস ৭০-রানের ওপর। পরিসংখ্যান বলছে—২০২৫ সালে লিটন আগের চেয়ে পরিণত। গত বছরের তুলনায় লিটনের টি–টোয়েন্টি পারফরম্যান্সে এসেছে স্পষ্ট উন্নতি।

২০২৪ সালে ২১ ম্যাচে ৩০৯ রান করেন, ব্যাটিং গড় ১৬.২৬। স্ট্রাইক রেট ১০০.৬৫, মাত্র একটি ফিফটি পান। ২০২৫ সালে ১৫ ম্যাচ ৪১৭ রান করেন, গড় ৩২.০৭, স্ট্রাইক রেট ১৩৫.৩৮।

অর্থাৎ, অচেনা ধুঁকতে থাকা লিটনের জায়গায় এখন দাঁড়িয়ে আছেন আত্মবিশ্বাসী টপ অর্ডার ব্যাটার, যিনি ব্যাটে এনে দিচ্ছেন ছন্দ ও ধার। লিটনের ব্যাটিং দেখতে গেলে এক ধরনের সৌন্দর্যের দেখা মেলে। কাভার ড্রাইভ, লফটেড শট কিংবা স্কয়ার কাট—সবকিছুতেই যেন থাকে কবিতার ছোঁয়া।

কিন্তু এই শিল্পের বড় সমস্যা হলো ধারাবাহিকতা। অনেক সময় এক ইনিংসেই দর্শকদের মুগ্ধ করে দেন, তারপর হঠাৎই কয়েক ম্যাচ খালি হাতে ফিরে আসেন। তবে ২০২৫ সালে সেই সংকটকে অনেকটাই পেছনে ফেলেছেন তিনি।

এশিয়া কাপের আসর বসছে আরব আমিরাতে। আর এখানেই লিটনের ব্যাট যেন বারবার আটকে গেছে। মরুর মাটিতে লিটন এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। ১০ ম্যাচে গড় মাত্র ১৯.৬, স্ট্রাইক রেটও হতাশাজনক। আর এশিয়া কাপে তো প্রতিপক্ষ আফগানিস্তান আর শ্রীলঙ্কা, যাদের বিপক্ষে তার রেকর্ড গড়পড়তা।

তবুও, ক্রিকেট একেবারে অঙ্কের খেলা নয়। বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস আর নেতৃত্বের তেজ মিলিয়ে এই আসরই হতে পারে লিটনের জন্য বড় মঞ্চ—যেখানে তিনি নিজের পুরোনো সংকট কাটিয়ে নতুন গল্প লিখবেন। এশিয়া কাপ ২০২৫ হতে পারে সেই আসর, যেখানে লিটন দাস শুধু রানই করবেন না, নেতৃত্বের মশাল জ্বেলে দেশকে নিয়ে যাবেন নতুন উচ্চতায়।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link