ওয়ানডে ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। আফগানিস্তানের সাথে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার অসহনীয় দুর্ভোগের সামনে ফেলেছে। সেই সাথে আরও এক আশঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটপাড়ায়, ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। এই কথার বাস্তবিক হিসাবটা মিলিয়ে দেখা যাক।
কিছুদিন আগেও এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে স্বস্তিদায়ক। তবে সাম্প্রতিক সময় যেন ঘুম হারাম করে ছেড়েছে এই একদিনের ক্রিকেট। শেষ ১০ ম্যাচের নয়টিতে হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের।
ফলস্বরূপ পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন ১০ নম্বরে। আর তাতেই মূলত শঙ্কা জেগেছে ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলা নিয়ে। তবে দুশ্চিন্তার মাঝে আশার বাণী হলো টাইগারদের সামনে পর্যাপ্ত সময় এবং সুযোগ দুটোই আছে।
নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। সেক্ষেত্রে বাংলাদেশকে আরও এগোতে হবে দুই ধাপ। আর এখানেই মূলত সব হিসাব-নিকাশ।
সূচি অনুযায়ী বাংলাদেশ বিশ্বকাপের আগ পর্যন্ত খেলবে সাতটি সিরিজ। ম্যাচ সংখ্যার হিসাবে যা ২৪। ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি ৩-০ তে সিরিজ বাগিয়ে নিতে পারে তবে নয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ।
আরও বাকি থাকবে ছয় সিরিজ, যেখানে বাংলাদেশ খেলবে ২০ ম্যাচ। প্রতিপক্ষ হিসাবে যেমন অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত কিংবা নিউজিল্যান্ডকে পাবে, তেমনই থাকবে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো খর্বশক্তির দল।
অর্থাৎ এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে, সেখানে সুযোগও থাকবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার। তবে সুযোগের কতটুকু ব্যবহার বাংলাদেশ করতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন।