লা লিগায় বার্সেলোনা আছে তিন নম্বরে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাঁদের অবস্থান আরো এক ধাপ উপরে। অন্যদিকে, কোপা দেল রে টুর্নামেন্টের রাউন্ড অব থার্টি টু-তে দলটার প্রতিপক্ষ ইউডি বার্বাস্ত্রো খেলছে স্পেনের চতুর্থ টায়ার লিগে। আবার সেই লিগের রেলিগেশন জোনে আছে তাঁরা।
এমন একটা ম্যাচ যে বড্ড একতরফা হবে সেটা অবশ্য আগেই জানা ছিল দর্শকদের, হয়েছেও তাই। পুরোটা সময় দাপট দেখিয়ে ৪-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বার্সেলোনা; নব্বই মিনিটের মধ্যে একবারও প্রতিপক্ষকে সামান্যতম ছাড় দেয়নি তাঁরা।
এদিন বার্সার সৃষ্ট তাণ্ডবের নেপথ্যে ছিলেন পাবলো তোরে। শুরুটা করেছিলেন সেটপিস থেকে, মাপা ক্রসে রবার্ট লেওয়ানডস্কিকে খুঁজে নিয়েছিলেন তিনি। এই দু’জনের কল্যাণে বিরতি থেকে পুনরায় উদযাপনের উপলক্ষ পায় বার্সা, তোরের পাস থেকে আরো একবার বল জালে জড়ান পোলিশ স্ট্রাইকার।
শেষ গোলটা অবশ্য এসেছে জোড়া অ্যাসিস্টের মালিক তোরের কাছ থেকে। বার্বাস্ত্রোর গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে ম্যাচে নিজের প্রথম গোল আদায় করে নেন তিনি। গোল, অ্যাসিস্ট আর চান্স ক্রিয়েট মিলিয়ে দারুণ একটা ম্যাচ পার করেছেন তিনি।
এর আগে স্কোরবোর্ডে প্রথম পরিবর্তন নিয়ে এসেছিলেন এরিক গার্সিয়া। দীর্ঘদিন পর খেলতে নামা রোনাল্ড আরাউহোর অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। কোপা আমেরিকায় চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন আরাউহো, তবে চোট কাটিয়ে দাপটের সাথেই ফিরলেন তিনি৷ প্রত্যাবর্তনের ম্যাচে গোল করিয়ে অবদান রাখলেন জয়ে।
প্লেয়ার রেজিস্ট্রেশন, ফিনানশিয়াল ফেয়ার প্লে এসব ইস্যুতে বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। অর্থনীতির বিভিন্ন মারপ্যাচে আটকা পড়ে যাচ্ছে তাঁরা, যদিও সম্প্রতি ১:১ নিয়মের আওতায় আসতে পেরেছে দলটি৷ সেই সাথে কোপা দেল রে তেও উড়ন্ত সূচনা পেলো কাতালানরা। সমর্থকেরা তাই চাইলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।