নেইমারকে দলে ভেরানোর ইচ্ছা নেই বার্সেলোনার

ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেছে অনেক আগেই। পিএসজির হয়ে শেষ ম্যাচটা নেইমার খেলে ফেলেছেন বলেই ধারণা অনেকের। নতুন কোন ক্লাবে যাচ্ছেন নেইমার তা নিয়েই আলোচনা চারদিকে।

চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড সহ ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাব আলোচনায় থাকলেও নেইমারের দলবদলের আলোচনায় হঠাৎই আসে তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনার নাম।

এদিকে লিওনেল মেসির বার্সায় ফেরার গুঞ্জনও আরো প্রবল হওয়ায় কাতালান জার্সিতে আবারো মেসি নেইমার জুটি দেখার স্বপ্নও দেখছিলেন বার্সা ভক্তরা। তবে ভক্তদের সেই আশার গুড়ে বালি দিয়েছে বার্সেলোনা। এই মুহূর্তে নেইমারকে দেলা ভেরাতে আগ্রহী নয় বলেও জানিয়ে দিয়েছে বার্সেলোনা।

কিলিয়ান এমবাপ্পের সাথে দ্বন্দ্ব দিয়ে শুরু। এরপর সতীর্থ,টিম ম্যানেজমেন্টের সাথেও বিবাদে জড়িয়েছেন নেইমার। তাই এই মৌসুমের শুরু থেকে নেইমারের পিএসজি ছাড়াটা তড়ান্বিতই হয়েছে শুধুমাত্র। এমনি পিএসজি সমর্থকদের দুয়োও শুনছেন নিয়মিত। নেইমারকে ক্লাব ছাড়তে বলছেন পিএসজি সমর্থকরা।

সম্ভাব্য নতুন ক্লাবের আলোচনায় এতদিন চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড ছিলো ভালো ভাবেই। অনেকেই ধারণা করছিলেন ইংলিশ লিগের কোনো ক্লাবেই নাম লেখাবেন নেইমার।

এদিকে কিছুদিন আগেই বার্সেলোনা ছাড়া স্পেনের অন্য কোনো ক্লাবে খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন নেইমার। তখন নেইমারের পুরোনো ক্লাবে ফেরার সম্ভাবনা উঁকি দিলেও সেই সম্ভাবনার ইতি টেনেছে বার্সেলোনাই। এই মুহূর্তে নেইমারকে কেনার কোনো পরিকল্পনা নেই বলেও নিশ্চিত করেছে কাতালানরা।

এদিকে বার্সা জার্সিতে আবারো মেসি, নেইমারকে একসাথে দেখার স্বপ্ন বোনা সমর্থরাও কিছুটা হোঁচটই খেয়েছেন বার্সার এমন সিদ্ধান্তে। নতুন গন্তব্য নিয়ে তাই নতুন করে ভাবতেই হচ্ছে নেইমারকে। বার্সেলোনা আগ্রহ না দেখানোয় ইংলিশ লিগেই শেষ পর্যন্ত দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

গত ফেব্রুয়ারিতে অ্যাংকেলের ইনজুরিতে চলতি মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। তখনই ধারণা করা হয়েছিলো পিএসজির হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন নেইমার।

পিএসজির নতুন প্রজেক্টের অংশ যে নেইমার নন তা হয়তো তিনিও ভালোভাবে জানেন। তাই ২০২৫ সাল অবদি চুক্তি থাকলেও এই মৌসুম শেষেই শেষ হতে যাচ্ছে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে শুরু হওয়া নেইমার-পিএসজি সম্পর্কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link