Social Media

Light
Dark

প্রনোদনার ঘোষণা বিসিবির

বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর থেকেই চলছে লকডাউন। দেশের এমন পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই অবস্থায় বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ads

করোনার কারণে ইতোমধ্যে জাতীয় ক্রিকেট লিগের ২২ তম আসর স্থগিত ঘোষণা করা হয়েছে। অনিশ্চিয়তা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিমিশন ক্রিকেট লিগ মাঠে গড়ানো নিয়েও। স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিও সহসাই লিগ গড়ানোর কোনো সুযোগ দেখছেন না। ঘরোয়া লিগ বন্ধ হয়ে যাওয়াতে উপার্জনের বাইরে রয়েছে দেশের ক্রিকেটাররা।

এমন পরিস্থিতিতে দেশের ১৭২০ জন ক্রিকেটারকে দুই কোটি টাকা প্রনোদনা দেবে বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে যে সব পুরুষ ক্রিকেটার বোর্ডের চুক্তিতে নেই তাঁরা পাবেন এই আর্থিক সহযোগিতা। এছাড়া চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও পাবেন অনুদান। মোট এক ১৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটারের মধ্যে বিতরণ করা হবে মোট দুই কোটি টাকা।

ads

দুই রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর স্থগিত ঘোষণা করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। সব ধরণের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়াতেই এই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ, প্রমীলা জাতীয় লিগ, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দল, নারী প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ লিগের ক্রিকেটাররা এই অনুদান পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link