চট্টগ্রামের জন্য বিসিবির লস চার কোটি টাকা!

এবার চার কোটি টাকা নিজস্ব তহবিল থেকে গচ্ছা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল, চট্টগ্রাম রয়্যালসকে পরিচালনা করতে গিয়ে, বিসিবির পকেট থেকে অতিরিক্ত চার কোটি টাকা খরচ করতে হবে।

এবার চার কোটি টাকা নিজস্ব তহবিল থেকে গচ্ছা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল, চট্টগ্রাম রয়্যালসকে পরিচালনা করতে গিয়ে, বিসিবির পকেট থেকে অতিরিক্ত চার কোটি টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। লাভ তো দূরে থাক, উল্টো বিশাল অঙ্কের অর্থ ক্ষতি হতে চলেছে বিসিবির।

বিপিএল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেয় টায়াঙ্গুলার সার্ভিসেস লিমিটেড। পৃষ্ঠপোষকদের অনাগ্রের কারণ দেখিয়ে তারা অনুরোধ করে বিসিবিকে দায়িত্ব নিতে। অতঃপর আর কোন উপায়ন্তর না দেখে বিসিবি নিজ কাঁধে তুলে নেয় চট্টগ্রাম দলের দায়িত্ব।

নাফিস ইকবালকে বানানো হয় টিম ম্যানেজার, আর মিজানুর রহমান বাবুলকে দেওয়া হয় হেডকোচের দায়িত্ব। তাছাড়া বিদেশি খেলোয়াড়দের কোটা পূরণেও বিসিবি ছিল সচেষ্ট। যার ধারাবাহিকতায় অ্যাডাম রসিংটনকে দেখা গেছে চট্টগ্রামের জার্সিতে। টুর্নামেন্টের শুরু থেকে কোন ধরণের পৃষ্ঠপোষক ছাড়াই মাঠে নেমেছিলেন শরিফুল ইসলামরা।

পরবর্তীতে তাদের ধারাবাহিক পারফরমেন্সের পর জার্সিতে ওঠে স্পন্সরের নাম। সেই স্পন্সরের কাছ থেকে বিসিবি পেতে চলেছে দুই কোটি টাকা। এছাড়া ট্রায়াঙ্গুলার সার্ভিসেস লিমিটেড তিন কোটি টাকা রেখে যায়। এই পাঁচ কোটি ছাড়াও, আরও চার কোটি টাকা খরচ হয়েছে বিসিবির।

এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক, আবাসন, ভ্রমণসহ নানামুখী খরচ রয়েছে। যদিও টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার ফলশ্রুতিতে এক কোটি ৭৫ লাখ টাকা পুরষ্কার পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। তবে সেই অর্থ খেলোয়াড়দের মাঝে বণ্টন করে দিতে হবে নিয়মানুসারে। সে কারণে সেই অর্থকে ভিন্নখাতে ব্যবহারের সুযোগ নেই।

এমন পরিস্থিতিতে বিসিবির আরও চার কোটি টাকা প্রয়োজন, দলের পাওনাদি পরিশোধ করতে। সে অর্থ বিসিবির কোষাগার থেকেই পরিশোধ করতে হবে। বিসিবির জন্য এই ঘটনা একটা শিক্ষামূলক বিষয় হয়ে রইল বটে। আগামী আসর থেকে নিশ্চয়ই তারা ফ্রাঞ্চাইজি মালিকানা দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রচেষ্টা চালাবেন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link