জৈব সুরক্ষা বলয়ে ছাড় দেবে না বিসিবি

অস্ট্রেলিয়ার শর্ত গুলোর ভিতর একটি ছিল বিমানবন্ধর থেকে ইমিগ্রেশন না করে সোজা তাদের নিয়ে যেতে হবে টিম হোটেলে। এমন কি তাদের যে হোটেলে রাখা হবে সেই হোটেলে বাইরের কেউ অবস্থান করতে পারবে না। আর সিরিজের সব গুলো ম্যাচ আয়োজন করতে হবে একই ভেন্যুতে।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার আগে বেশ কিছু শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সব গুলো শর্তই মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শর্ত গুলো মেনে নিলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে কোন ছাড় দেবে না বিসিবি।

অস্ট্রেলিয়ার শর্ত গুলোর ভিতর একটি ছিল বিমানবন্ধর থেকে ইমিগ্রেশন না করে সোজা তাদের নিয়ে যেতে হবে টিম হোটেলে। এমন কি তাদের যে হোটেলে রাখা হবে সেই হোটেলে বাইরের কেউ অবস্থান করতে পারবে না। আর সিরিজের সব গুলো ম্যাচ আয়োজন করতে হবে একই ভেন্যুতে।

ক্রিকেট ভিত্তিক গনমাধ্যম ক্রিকইনফোকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন করোনা প্রটোকল মেনেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পাসপোর্ট কার্যক্রম সম্পূর্ন করা হবে এবং প্রয়োজনে তাদের থেকে পাসপোর্ট জমা নেওয়া হবে এবং কাজ শেষে আবার ফিরিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ‘করোনার সব প্রটোকল গুলো মেনেই ইমিগ্রেশন আর পাসপোর্টের বিষয় গুলো নিয়ে কাজ করা হবে। হতে পারে তাদের থেকে পাসপোর্ট নিয়ে নেওয়া হবে। তারা হল রুম পর্যন্ত আসতে চাইছে না। তাই পাসপোর্ট নিয়ে সব কাজ শেষে আবার ফিরিয়ে দেওয়া হবে।’

তবে তাদের সব শর্তে রাজি হলেও জৈব সুরক্ষা বলয়ে কোন ছাড় দেবে না বিসিবি। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে রকম জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল এই সিরিজেও সেটাই করা হবে। জালাল ইউনুস জানিয়েছেন সিরিজ চলাকালীন হোটেলে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেমন জৈব সুরক্ষা বলয় ছিল এই সিরিজেও সেটাই থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের বলেছে হোটেলে বাইরের কেউ যেন প্রবেশ না করে। সিরিজ চলাকালীন বা ওরা যত দিন হোটেলে থাকবে এই সময় হোটেলের বাকি রেস্টুরেন্টও বন্ধ থাকবে।’

করোনার ভিতর এর আগে দেশের মাটিতে দুটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কোন সমস্য না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে করোনা পজেটিভ হয়েছিলেন তিন জন। যদিও পরের বারের পরীক্ষায় প্রমানিত হয়েছিল দুই জনের রিপোর্ট ভুল ছিল।

ঐ সিরিজের পর জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে বিসিবি আয়োজন করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। লিগ প্রায় শেষ পর্যায়ে; এখন পর্যন্ত কেউ করোনা পজেটিভ হয়নি। তবে করোনার কারণে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (বিসিএল) স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিবি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...