ইনজুরির সাথে তাঁর লড়াইটা বহুদিনের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও চোটে ভুগছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট মিলিয়ে চোটের কারণে করতে পেরেছিলেন মাত্র নয় ওভার। দরজায় কড়া নাড়ছে আইপিএল।
এবারই ১৬ কোটি ২৫ লাখ রুপির চড়া দামে যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংসে। তবে চোটের কারণে আইপিএলের শুরুতে বেন স্টোকসের পুরো সার্ভিস পাবে না চেন্নাই। আইপিএলের শুরুতে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলবেন স্টোকস।
আইপিএলের পরেই ১৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ অ্যাশেজ। সেই সিরিজে পুরো ফিট স্টোকসকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে স্টোকস মনে করছেন, আইপিএলের মাঝপথেই হাঁটুর চোট থেকে সেরে উঠে বোলিংটাও করতে পারবেন তিনি।
স্টোকসকে নিয়ে চেন্নাই সুপার কিংস কোচ মাইক হাসি বলেছেন, ‘আমি মনে করি, আসরের শুরু থেকে ব্যাটার হিসেবে খেলার জন্য স্টোকস পুরোপুরি প্রস্তুত। বোলিংটার জন্য অপেক্ষা করতে হবে। হাঁটুর ইনজেকশন নিয়ে রোববার সে সামান্য বোলিং করেছে।’
অ্যাশেজের আগে যেন স্টোকসের চোট আরো না বাড়ে সেই জন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যেই যোগাযোগ করছে চেন্নাই সুপার কিংসের মেডিকেল টিমের সাথে। মাইকেল হাসিও মনে করেন আসরের মাঝপথেই বোলার বেন স্টোকসকে দেখা যাবে।
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইকেল হাসি অবশ্য পুরো ফিট স্টোকসকেই দেখতে চান অ্যাশেজে। হাসি বলেন, ‘আমি চাই অ্যাশেজে স্টোকস তাঁর সেরা ক্রিকেটটাই খেলুক। আমি চাই দুই দলই তাদের সেরা ক্রিকেট খেলুক। নিজেদের সেরাটা দিক দুই দলই। তাহলে অবিশ্বাস্য একটি সিরিজ হবে সেটি। স্টোকস চেন্নাইয়ের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে।’