অধিনায়ক হিসেবে লর্ডসের সেরা বোলার

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে অধিনায়কত্বের দায়িত্ব সামলে সেরা বোলিং ফিগারের মালিক হওয়া সহজ ব্যাপার নয়। তবে প্যাট কামিন্স এই অসাধ্যকে সহজের বশ করলেন। খুব কম ক্রিকেটারের এমন কীর্তি রয়েছে। দেখে নেওয়া যাক এই মাঠে টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে সেরা পাঁচ বোলিং ফিগারের তালিকায় কারা রয়েছেন?

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে অধিনায়কত্বের দায়িত্ব সামলে সেরা বোলিং ফিগারের মালিক হওয়া সহজ ব্যাপার নয়। তবে প্যাট কামিন্স এই অসাধ্যকে সহজের বশ করলেন। খুব কম ক্রিকেটারের এমন কীর্তি রয়েছে। দেখে নেওয়া যাক এই মাঠে টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে সেরা পাঁচ বোলিং ফিগারের তালিকায় কারা রয়েছেন!

  • প্যাট কামিন্স – ৬/২৮ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৫

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অষ্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এমন বড় মঞ্চে বল হাতে জ্বলে উঠলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। মাত্র ২৮ রানে তুলে নিলেন ৬ উইকেট! কামিন্স দারুণভাবে কাজে লাগালেন নিজের বুদ্ধিমত্তা, ফুল লেংথে বল করে বারবার বিপাকে ফেলেন প্রোটিয়া ব্যাটারদের। এই পারফরম্যান্সের পর তিনি লর্ডসে অধিনায়ক হিসেবে সেরা বোলারের আসন গ্রহণ করেন।

  • বব উইলিস – ৬/১০১ বনাম ভারত, ১৯৮২

ইংল্যান্ডের আগ্রাসী পেসার বব উইলিস ১৯৮২ সালে ভারতের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্ব করেন। নিজের দায়িত্বের পাশাপাশি বল হাতে নেন ৬ উইকেট, তাও ১০১ রান দিয়ে। যদিও রান একটু বেশি খরচ হয়েছে, তবে উইলিসের চাপ সৃষ্টি করা, আগ্রাসন ধরে রাখা এবং নেতৃত্ব—সব মিলিয়ে পারফরম্যান্স ছিল অসাধারণ। তার বোলিংয়ে ভর করেই ইংল্যান্ড ৭ উইকেটে জয় তুলে নেয়।

  • গাবি অ্যালেন – ৫/৩৫ বনাম ভারত, ১৯৩৬

প্রায় এক শতাব্দী আগের কথা। ১৯৩৬ সালে ভারতের বিপক্ষে লর্ডসে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ইংলিশ অধিনায়ক গাবি অ্যালেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৫ রানে তুলে নেন ৫ উইকেট। কঠিন পরিস্থিতিতে অ্যালেনের এমন পারফরম্যান্স তাকে এনে দেয় অনন্য উচ্চতা।

  • গাবি অ্যালেন – ৫/৪২ বনাম ভারত, ১৯৩৬

একই ম্যাচে প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন অ্যালেন। এবার ৪২ রানে। অর্থাৎ ম্যাচে মোট ১০ উইকেট অধিনায়ক হিসেবে। এমন কীর্তি টেস্ট ইতিহাসেও বিরল। একই ম্যাচে দুই ইনিংসে ফাইফার তুলে নিয়ে লর্ডসের বুকেও ইতিহাস খোদাই করেন অ্যালেন।

  • ড্যানিয়েল ভেটোরি – ৫/৬৯ বনাম ইংল্যান্ড, ২০০৮

নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এবং অধিনায়ক ড্যানিয়েল ভেটোরি ২০০৮ সালে ইংল্যান্ডের মাটিতে দেখিয়ে দিয়েছিলেন স্পিনাররাও লর্ডসে ছাপ রাখতে পারেন। সিম সহায়ক কন্ডিশনেও তিনি তার বৈচিত্র্য দিয়ে ইংলিশ ব্যাটারদের বিভ্রান্ত করেন। ৬৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে হয়ে ওঠেন কিউইদের সেই ম্যাচের নায়ক।

 

ক্রিকেটের হোম গ্রাউন্ডে এমন সব রেকর্ড বিরল ইতিহাসের সাক্ষী বহন করে। অধিনায়কত্বের সাথে নিজেদের সেরা পারফরম্যান্স প্রমাণ করে তাঁদের শ্রেষ্ঠত্ব।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link