বিশ্বকাপের প্রায় পুরোটা সময় জুড়েই অপ্রতিরোধ্য ছিল ভারত, কিন্তু শেষে এসে কেন যেন সব এলোমেলো হয়ে গেলে। অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন অপূর্ণ রেখে ঘরে ফিরতে হলো তাঁদের। তবে সব ভুলে নতুন করে শুরু করতে যাচ্ছে দলটি, আপাতত লক্ষ্য ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে।
আর এখানেই প্রশ্ন উঠেছে অভিজ্ঞ রোহিত শর্মাকে কি রাখা হবে টি-টোয়েন্টি দলে? ২০২২ সালে সর্বশেষ বিশ ওভারের ম্যাচ খেলা এই ওপেনারের ব্যাপারে দ্বিধায় আছে টিম ম্যানেজম্যান্ট।
তবে সাবেক উইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল বিশ্বাস করেন, ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আরো বিশ্বাস করেন, রোহিত এবং বিরাট কোহলি ওয়ানডে বিশ্বকাপে যেমন পারফরম্যান্স দেখিয়েছেন তাতে নিজেদের ভবিষ্যত নির্ধারণের স্বাধীনতা থাকা উচিত।
এই বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ভেঙেছেন ভারত অধিনায়ক। অবশ্য এতে মুগ্ধ হয়েছেন ইউনিভার্সাল বস নিজেই। রোহিতকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন যে, ‘আমি তাঁর আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। আমি চাই ব্যাটাররা বোলারদের তুলোধুনো করুক। এবং রোহিত শর্মা তাঁদের মধ্যে একজন যারা আমার এই ইচ্ছে পূরণ করে থাকে।’
একই সাথে শচীন টেন্ডুলকারের সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার জন্য কোহলিরও প্রশংসা করেছেন এই বাঁ-হাতি। তিনি বলেন, ‘পঞ্চাশ ওভারের ফরম্যাটে পঞ্চাশ সেঞ্চুরি করা অবিশ্বাস্য। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি খেলোয়াড়ের রেকর্ড ভাঙাটা অসাধারণ ছিল। আর কেউ এই রেকর্ডের কাছাকাছি যেতে পারবে সেটা মনে হচ্ছে না।’
টিম ইন্ডিয়ার এই দুই তারকাই এখন ফর্মে আছেন। তাই তো তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যবহার করাটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেল ঘটাতে পারলে নিশ্চিতভাবেই অন্য দলগুলোর চেয়ে এগিয়ে যাবে ২০০৭ বিশ্বকাপজয়ীরা।