শামি ছাড়া বুমরাহ সঙ্গীহীন পথিক

জাসপ্রিত বুমরাহর স্পেল শেষের সাথে সাথে ভারতের সব আশাও শেষ হয়ে যায়। দলের পেস আক্রমণে বুমরাহ যেন এক সঙ্গীহীন পথিক। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারতো একজন, তিনি মোহাম্মদ শামি।

জাসপ্রিত বুমরাহর স্পেল শেষের সাথে সাথে ভারতের সব আশাও শেষ হয়ে যায়। দলের পেস আক্রমণে বুমরাহ যেন এক সঙ্গীহীন পথিক। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারতো একজন, তিনি মোহাম্মদ শামি।

বল হাতে মোহাম্মদ সিরাজ যতটা সম্ভব চেষ্টা করেছেন, মাঝেমধ্যে ভালো বোলিংও করেছেন, কিন্তু তাঁর প্রভাবটা বিপক্ষ দলের উপর পড়ছে না। প্রসিদ্ধ কৃষ্ণ কিছু অসাধারণ ডেলিভারি করলেও ধারাবাহিকতা নেই, ব্যাটাররা শট খেলছেন সহজেই। আর শার্দুল ঠাকুর? তিনি যেন একাদশে থাকা দ্বাদশ খেলোয়াড়।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের পেস বোলিং ছিল একেবারেই নির্জীব। পুরো আক্রমণ ঘুরেছে বুমরাহর কাঁধে, তিনি ব্যর্থ হলে সব শেষ। দিনশেষে লড়াই করার মতো কাউকে পাশে পাচ্ছেন না বুমরাহ। তবে এমন সময় সবচেয়ে বেশি মনে পড়ছে হয়তো মোহাম্মদ শামির নামটা।

যাঁর উপস্থিতি অন্তত এই টেস্টে ভারতের পেস আক্রমণকে এতটা নিস্তেজ হতে দিত না। শেষবার ২০২১ সালে শামি যখন ইংল্যান্ড সফরে যান, তখন পাঁচ ইনিংসে ২৭.৫ গড়ে ১১টি উইকেট নেন, ইকোনমি ছিল মাত্র ৩.১। শুধু উইকেট নয়, তিনি বুমরাহকে একটা জায়গা করে দিতেন। তখন বুমরাহ-শামি ছিলেন প্রধান দুই পেসার, আর সিরাজ ছিলেন তৃতীয় পেসার হিসেবে দারুণ কার্যকর। ভারতের সেই সফরে দুইটি টেস্ট জয়েও এই পেস আক্রমণের বড় ভূমিকা ছিল।

তবে টেস্ট ফরম্যাটে ভারতীয়দের নজর এখন ভবিষ্যতের দিকে। তাই তো নতুনদের নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে। শামির না থাকায় তাই তো এখন দ্বিতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এমনকি বুমরাহ না থাকলে মূল ভূমিকায় থাকতে হচ্ছে তাঁকে।

ছোট ছোট স্পেলে সিরাজ ভালো করলেও পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখার দক্ষতা তাঁর এখনও আসেনি, যা শামি বহুবার করে দেখিয়েছেন। শুধু কৌশলগত দিক থেকে নয়, শামির অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণ অনেকটাই ধারহীন হয়ে গেছে। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে, যেখানে এখন অভিজ্ঞতা এবং ধারাবাহিকতার বিকল্প নেই।

শামি থাকলেই ভারত টেস্ট জিতে যাবে এমনটা না। কিন্তু এটুকু নিশ্চিতভাবে বলা যায়, তাঁর অনুপস্থিতি ভারতের পেস আক্রমণের মান খারাপ করেছে। প্রথম টেস্টই তার প্রমাণ।

মোহাম্মদ শামি আগে থেকেই নেই, দ্বিতীয় টেস্টে বুমরাহরও থাকা হবে না। তাই তো এখন দেখার, পেস আক্রমণে নতুন দায়িত্ব কে নিতে পারবেন! কারা হবেন শামি-বুমরাহদের পরবর্তী বিকল্প!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link