চেন্নাইয়ে ভারত-পাকিস্তান বিশ্বকাপ মহারণ

চেন্নাই ছাড়াও পাকিস্তানের ম্যাচগুলো কলকাতা ও ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে উঠলে খেলবে আহমেদাবাদে । এ নিয়ে আপত্তি নেই পিসিবির। এমন কথা জানিয়েছে আগেই।

এশিয়া কাপ নিয়ে চলছে দ্বৈরথ। আপাতত পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই আসরটির। অবশ্য পাকিস্তান সরকার চাইলে, শর্ত দিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে রাজি পাকিস্তান। দুই দলের রাজনৈতিক জটিলতার কারণেই প্রকাশ হচ্ছিল না বিশ্বকাপ সময়সূচী। তবে এবার সূচী ইস্যুতে মিলেছে স্বস্তি।

বিসিসিআইয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির সাথে বৈঠক হওয়ার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী  ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ হবে সূচী।

আইসিসির আসর মানেই ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপে এই দুই দলের ম্যাচ চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। যদিও শুরুতে হওয়ার কথা ছিল আহমেদাবাদে। রাজনৈতিক কারণে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে রাজি নয় পাকিস্তান। এমন শর্তের পরই নতুন করে তৈরি করতে হয়েছে সূচি। এমনটিই জানিয়েছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা।

চেন্নাই ছাড়াও পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা ও ব্যাঙ্গালুরুতে। পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে উঠলে খেলবে আহমেদাবাদে । এ নিয়ে আপত্তি নেই পিসিবির। এমন কথা জানিয়েছেন পিসিবি সভাপতি।

ওয়ানডে বিশ্বকাপ শুরুর ১২ মাস আগেই সাধারণত সময়সূচী ঘোষণা করে আইসিসি। সবশেষ আসরে যা হয়েছিল প্রায় ১৩ মাস আগে। চলতি বছরের বিশ্বকাপ শুরু হতে মাত্র বাকি ৪ মাস। এখনও সূচী প্রকাশ না হওয়ায় হতাশ বাকি দলগুল।

পাকিস্তান মাঝে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল। এরপর দিয়েছে ভেন্যু শর্ত। যার কারণে পরিবর্তন আনতে হয়েছে সূচীতে। ফলে বাকি দলগুলোও পড়েছে বিপাকে।

বয়কট সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসায় মিলেছে স্বস্তি। ভেন্যু শর্ত স্পষ্টভাবে জানানোয় কাজটি সহজ হয়েছে ভারতীয় বোর্ডের জন্য। এখনও অবশ্য পিসিবিকে তাকিয়ে থাকতে হবে নিজ দেশের সরকারের দিকে। সরকার অনুমোদন দিলে ভেন্যু শর্ত মেনে বিশ্বকাপ খেলতে সমস্যা নেই পিসিবির।

পিসিবির শর্ত মেনে নিয়েছে ভারত। সে অনুযায়ী সাজিয়েছে সূচী। পাকিস্তানের ম্যাচগুলো দিয়েছে নির্দিষ্ট ভেন্যুতে। পিসিবি আরেকবার সহমত প্রকাশ করলে  দ্রুত তা প্রকাশ করবে আইসিসি।

সূচী জটিলতায় নানামুখী কথাতে পড়েছিল ভারত। তবে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন সময়ে এ নিয়ে বৈঠক হবে। প্রথম দুই দিনেও কোন ফলাফল না আসায় ধরে নেওয়া হয়েছিল সূচী প্রকাশ দেরি আছে। তবে শেষ পর্যন্ত বিসিসিআই থেকে এমন সংবাদ সকলের জন্য স্বস্তির।

ভারত-বিশ্বকাপের সূচি প্রকাশ হলে, চিন্তা কমবে সমর্থকদের। কেননা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পাওয়া নিয়ে কাজ করছিলো শঙ্কা। যেহেতু সূচী অনুমোদনের জন্য পাকিস্তান বোর্ডের সাথে আলাদাভাবে বৈঠক হবে। ফলে বলা যায় সূচী প্রকাশ পাওয়া মানে, বিশ্বকাপে খেলতে আপত্তি নেই পাকিস্তানের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...