আইপিএলে আটক ভারতের সফলতা

টেস্ট ঘিরে ভারতের প্রস্তুতি ছিল না খুব একটা। বিষয়টি স্পষ্ট খেলোয়াড়দের ফিটনেসে। বিরাট কোহলি, ববীন্দ্র জাদেজা ছাড়া বাকিদের নাজুক এক অবস্থা। যা ভারতকে পেছনে ফেলেছে লড়াই থেকে।

প্রতিবছর যথারীতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুম আসে। সেসময়ে জনমুখে একটা কথা থাকে ‘দেশ আগে নাকি টাকা’। এই লাইন এবার ভিন্নভাবে চলছে ভারতীয় ক্রিকেটে। ‘ভারত নাকি আইপিএল’। এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই শুরু হয়েছে গত ৭ জুন। এই একটি ম্যাচ ঘিরে কাজ করেছে ভারত-অস্ট্রেলিয়া। তবে দুই দলের প্রস্তুতির ফারাক আকাশসম। ম্যাচ পরিস্থিতি অন্তত তাই বলছে।

টেস্ট শ্রেষ্ঠত্ব অর্জনে আইপিএলের মাঝেই প্রস্তুতি নিয়েছে ভারতীয় দল। অপরদিকে এই ম্যাচের জন্য আইপিএল ত্যাগ করেছেন মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথদের কেউ কেউ।

টেস্ট ঘিরে ভারতের প্রস্তুতি ছিল না খুব একটা। বিষয়টি স্পষ্ট খেলোয়াড়দের ফিটনেসে। বিরাট কোহলি, ববীন্দ্র জাদেজা ছাড়া বাকিদের নাজুক এক অবস্থা। যা ভারতকে পেছনে ফেলেছে লড়াই থেকে।

আইপিএল বর্তমান সময়ে দুনিয়ার অন্যতম সেরা লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগে চলে তারকাদের মিলনমেলা। ভারতীয় ব্যাটাররা রানের সুভাস ছড়ায় পুরো আসরজুরে। তবে জাতীয় দলে আসলেই হারিয়ে বসেন ছন্দ।

আইসিসির প্রতিটি আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার বড় দাবিদার ভারত। তবে শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি দলটির। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হারে নিতে হয়েছিল বিদায়। ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও হতে পারে তেমনি কিছু। ভবিষ্যত বিবেচনায় বিসিসিআইকে এ নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।

শাস্ত্রী বলেন, আগে ঠিক করতে হবে কোনটি প্রাধান্য পাবে। জাতীয় দল নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অগ্রাধিকার দিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের জেতার কথা ভুলে যেতে হবে। এসব গুরুত্বপূর্ণ টূর্নামেন্ট জিততে  আইপিএল খেলবে কিনা, তা নিয়ে ভাবতে হবে।’

জাতীয় দলের স্বার্থে খেলোয়াড়রা আইপিএল খেলবে কি না তার সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে। শাস্ত্রী বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে। কেননা সংস্থাটি ভারতীয় ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। ক্ষমতা তাদের হাতেই রয়েছে। ক্রিকেটারদের চুক্তিও তাদের কাছে। জাতীয় দলের জন্য বিসিসিআইয়ের উচিত ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে শর্ত দেওয়া। জাতীয় দলের জন্য কোন খেলোয়াড়কে বাইরে রাখতে হলে, সেটার অগ্রাধিকার দিতে হবে।

শাস্ত্রী আরও বলেন, এটা বললে চলবে না যে, ফ্র্যাঞ্চাইজি এত টাকা দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজি তো চাইবেই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সব ম্যাচে খেলাতে। বিসিসিআইয়ের আগে শর্ত ধরিয়ে দেওয়া উচিত। তার পরে ফ্র্যাঞ্চাইজি ঠিক করবে কোন প্লেয়ারকে কত টাকা দেবে না দেবে। দেশের স্বার্থে দু-একটা চুক্তির শর্ত জুড়তে অসুবিধা কোথায়?’

আইসিসি মূলত চারটি বৈশ্বিক টূর্ণামেন্ট আয়োজন করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই তিনটির শিরোপা জিতেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি যে দল ঘরে নিতে পারবে, সফলতায় পরিপূর্ণতা পাবে তারা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...