রাজসিক অভ্যর্থনায় সৌদি আরবে পা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক রোনালদোকে ঘিরেই বড় স্বপ্নে চোখ রেখেছিল আল নাসর। কিন্তু সে স্বপ্ন তো পূরণ হয়-ই নি, বরং ক্লাবের এক প্রকার অবনমন ঘটেছে ভিন্ন ভিন্ন টুর্নামেন্টের ব্যর্থতায়।
সৌদি আরবে অবশ্য রোনালদোর যাত্রাটা শুরুই হয়েছিল হার দিয়ে। পিএসজির সঙ্গে রিয়াদ একাদশের সেই প্রীতি ম্যাচে রোনালদো জোড়া গোল করলেও শেষ পর্যন্ত লিওনেল মেসির দলের কাছে হারতে হয় ৪-৩ গোলে।
তবে সেই শুরুর হারটাই যেন চলতি মৌসুমে আল নাসরের সম্ভাব্য সব গতিপথ রূদ্ধ করে দিয়েছে। সর্বশেষ আল-ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে কিংস কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসর।
অনেকটা ঢাকঢোল পিটিয়েই রোনালদোকে দলে ভিড়িয়েছিল সৌদির এ ক্লাব। পর্তুগিজ এ মহাতারকার আগমনের পর স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বে আলাদা নজর পেতে শুরু করে সৌদি প্রো লিগ।
কিন্তু, সৌদি লিগ নজরে এলেও নজরকাড়া তেমন কিছু করে দেখাতে পারেননি রোনালদো। বরং দলগত ব্যথতায় অনেক ম্যাচেই রাগান্বিত ও হতাশ রোনালদোর চেহারায় বেশি ফুটে উঠেছে।
রোনালদো যখন সৌদি লিগে যোগ দেন, তখন আল-নাসর ছিল প্রো লিগের শীর্ষ দল। কিন্তু রোনালদো আসার পর সময়ের ব্যবধানে শীর্ষ স্থান হারিয়েছে আল নাসর। প্রো লিগে এখন পর্যন্ত ১১ টি ম্যাচে মাঠে নেমেছেন রোনালদো।
যেখানে ৭ জয়ের বিপরীতে রয়েছে ২টি ড্র আর ২ টি পরাজয়। আর তাতেই শিরোপা জয়ের দৌড়ে আল-ইতিহাদের সঙ্গে পেরে উঠছে না আল-নাসর।
লিগ জেতার সম্ভাবনা এখনও টিকে থাকলেও সৌদি সুপার কাপ এবং কিংস কাপে এরই মধ্যে বিদায় নিয়েছে আল-নাসর। যার ফলে সৌদি আরবে এসে প্রথম মৌসুমেই শিরোপা শূন্য থাকার আশঙ্কায় আছে ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমানো রোনালদো অবশ্য এতটাও ব্যর্থ নন সৌদি আরবে। এখম পর্যন্ত ১৪ ম্যাচে ১১ গোল করেছেন। তবে আল নাসরকে চিন্তায় ফেলে দিয়েছে তাঁর দীর্ঘদিনের গোলখরা।
আল নাসরের হয়ে টানা তিন ম্যাচ গোলহীন রয়েছেন রোনালদো। তার চেয়েও বড় কথা, প্রো লিগে আল নাসর ঘুরে দাঁড়াতে না পারলে একটা ট্রফিলেস মৌসুমই কাটাতে যাচ্ছেন পর্তুগিজ এ মহাতারকা।