বিরাট কোহলি ভারতের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর ভারতের অধিনায়কত্ব যেন চলছে মিউজিক্যাল চেয়ারের মত। রোহিত শর্মা তিন ফরমেটেই ভারতের অধিনায়কত্ব পেলেও ইনজুরি আর বিশ্রামজনিত কারণে গত প্রায় দেড় বছর ধরে অধিনায়কত্ব নিয়ে বেশ কয়েকজনের ওপর ভরসা রেখে এসেছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া মনে করেন ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে ভাল পছন্দ হতে পারেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বিরাটের অধিনায়কত্ব থেকে বিদায়ের পরেই তিন ফরমেটে ভারতের অধিনায়কত্ব পান আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা। তিন ফরমেটের ক্রিকেটের ব্যস্ত সিডিউল সামলাতে রোটেশন পলিসিতে চলছে বিসিসিআই। বিশ্রামজনিত কারণে তাই অনেক সিরিজেই খেলা হয়নি রোহিতের।
রোহিতের অনুপস্থিতিতে বিভিন্ন ফরমেটে ভারতের অধিনায়কত্ব সামলেছেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া এমনকি জাসপ্রিত বুমরাহ’র মত ক্রিকেটাররা। তবে ভারতের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিনকে এ দায়িত্বে ভাবেনি বোর্ড। ৩৬ বছর বয়সী অশ্বিন ইতোমধ্যেই খেলে ফেলেছেন ৮৮ টেস্ট। এখনই তাই টেস্ট দলের নেতৃত্বে অশ্বিন ভাল করবেন বলেই মনে করছেন দানিশ কানেরিয়া।
নিঃসন্দেহে লাল বলে ভারতের সেরা ক্রিকেটারদের একজন অশ্বিন। আধুনিক ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনারও তিনি। তবে শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও নিয়মিতই অবদান রেখে চলেছেন তামিল নাড়ুর এই ক্রিকেটার। ৮৮ টেস্টে এখন পর্যন্ত ৪৪৯ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারে ৩০ বার ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন অশ্বিন, ৭ বার ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
টেস্টের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার অশ্বিন ব্যাট হাতেও দলের বিপদের সময় হাল ধরেছেন বারবার। ৮৮ টেস্টে ১২৬ ইনিংসে ব্যাট করে ২৭.৪১ গড়ে ৩০৪৩ রান করেছেন এই অলরাউন্ডার। ভারতের জার্সিতে লাল বলে ১৩ টি ফিফটির পাশাপাশি পাঁচটি সেঞ্চুরিও রয়েছে অশ্বিনের। সদ্যই শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ব্যাট হাতে দলকে জিতিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে পারফরম্যান্স এর জন্য হয়েছেন ম্যাচ সেরাও।
এমন অসাধারণ ক্যারিয়ারের মালিক অশ্বিনকে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এবার দেখতে চান পাকিস্তান জার্সিতে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দানিশ কানেরিয়া। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওরে কানেরিয়া বলেন, ‘ভারতের টেস্ট অধিনায়কত্বের জন্য অন্যতম দাবীদার অশ্বিন। এখনো ক্যারিয়ারের অনেকটা সময় পড়ে আছে তার। সে ব্যাটিং এবং বোলিং নিয়ে খুবই স্মার্ট এবং বুদ্ধিমান। সে যখনই মাঠে থাকে তাকে দেখে মনে হয় সে অনবরত খেলা নিয়ে চিন্তা করেই যাচ্ছে।’
সদ্য শেষ হওয়া বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে অশ্বিনের পারফরম্যান্সেও মুগ্ধ কানেরিয়া। দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ের সময়ে ব্যাটিং এ নেমে দলের সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন অশ্বিন। অশ্বিনের ব্যাটিং এ ভর করে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ভারত।
পাকিস্তানের হয়ে ২৭৬ উইকেট শিকার করা কানেরিয়া বলেন, ‘ভারত প্রচুর চাপে ছিল। অশ্বিন এমন পরিস্থিতিতেও অনেক ঠান্ডা এবং শান্ত ছিল। দলকে জয়ের বন্দরে পৌঁছাতে অসাধারণ ইনিংস খেলেছে সে। ব্যাটিং এ অবদান রাখার মাধ্যমে সে আরও অনেকবার ভারতে উদ্ধার করেছে খারাপ পরিস্থিতি থেকে। এর আগে অনিল কুম্বলেকে ছাড়া ভারত দলকে দুর্বল লাগতো। একই কথা বলা যায় অশ্বিনের ক্ষেত্রেও। তার এই ৪২ রান প্রায় সেঞ্চুরি করার সমান।’