এমবাপ্পে = রিয়ালের সময় নষ্ট?

রিয়াল মাদ্রিদে খেলা তাঁর স্বপ্ন, কথাটা বারবার বলে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালও তাঁর ব্যাপারে আগ্রহী ছিল। এমনকি, গত মে মাসে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে পেতে জোড় চেষ্টা চালিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ঐ সময় এই তারকা ফরোয়ার্ড ঘরের ক্লাব পিএসজিকেই বেছে নিলে রিয়াল তাঁর দিক থেকে মুখ সড়িয়ে নেয়।

রিয়াল মাদ্রিদে খেলা তাঁর স্বপ্ন, কথাটা বারবার বলে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালও তাঁর ব্যাপারে আগ্রহী ছিল। এমনকি, গত মে মাসে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে পেতে জোড় চেষ্টা চালিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু , ঐ সময় এই তারকা ফরোয়ার্ড ঘরের ক্লাব পিএসজিকেই বেছে নিলে রিয়াল তাঁর দিক থেকে মুখ সড়িয়ে নেয়।

এবার আবারো মাদ্রিদের সাথে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু গতবারের মত এবার আর ফরাসি এই খেলোয়াড়ের পেছনে অতটা সময় নষ্ট করতে চাচ্ছে না লস ব্ল্যাঙ্কোসরা। স্বাভাবিক ভাবে সমঝোতায় না পৌঁছালে এমবাপ্পের জন্য নতুন করে আর চেষ্টা করবে না বলেও মাদ্রিদের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। বরং নিজেদের দলে যেসব প্রতিভা আছে তাদের দিকেই বেশী মনোযোগী হবে উয়েফ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা।

মাঝে শোনা গিয়েছিল পুরনো তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো আবারো মাদ্রিদে ফিরে আসছেন। কিন্তু সেই তথ্যের কোন ভিত্তি পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। এমবাপ্পের মত খেলোয়াড় এই মুহূর্তে দলে আসলে ড্রেসিং রুমে স্বাভাবিক বিষয়গুলো কিছুটা হলেও ব্যহত হবে বলে অনেকে মনে করছেন, যা এই মুহূর্তে মাদ্রিদ মোটেই চাচ্ছে না।

এর থেকে বরং ভিনিসিয়াস জুনিয়রের মত তরুন খেলোয়াড়ের ভবিষ্যত মাদ্রিদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে কারনেই এমবাপ্পেকে খুশী রাখতে দলের মধে কোন বিভাজন মাদ্রিদ তৈরি করতে চাচ্ছে না। মাদ্রিদের কেউই এমবাপ্পের প্রতিভা নিয়ে কোন প্রশ্ন তোলেনি। কিন্তু এসময় দলের স্বাভাবিক ছন্দ যাতে বিঘ্নিত না হয় সেটাই গুরুত্বপূর্ণ বলে সবাই মনে করছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...