ডি ককের ঝড় তাকিয়ে দেখল ভারতীয় বোলাররা!

প্রতিপক্ষ ভারত মানেই তো কুইন্টন ডি কক ভিন্ন এক চরিত্র। যার ধমনীজুড়ে প্রবাহিত হয় অন্যরকম আগ্রাসন। নিমিষেই যা শেষ করে দিতে পারে প্রতিপক্ষের সমস্ত পরিকল্পনা। আরও একবার সেই দৃশ্য মঞ্চায়িত হলো চণ্ডীগড়ে। ৯০ রানের ইনিংসজুড়ে ছেলেখেলা করলেন ভারতীয় বোলারদের নিয়ে।

প্রতিপক্ষ ভারত মানেই তো কুইন্টন ডি কক ভিন্ন এক চরিত্র। যার ধমনীজুড়ে প্রবাহিত হয় অন্যরকম আগ্রাসন। নিমিষেই যা শেষ করে দিতে পারে প্রতিপক্ষের সমস্ত পরিকল্পনা। আরও একবার সেই দৃশ্য মঞ্চায়িত হলো চণ্ডীগড়ে। ৯০ রানের ইনিংসজুড়ে ছেলেখেলা করলেন ভারতীয় বোলারদের নিয়ে।

ওয়ানডেতে সিরিজের শেষ ম্যাচে শতক হাঁকিয়েছিলেন। তবে টি-টোয়েন্টির শুরুর ম্যাচে রানের খাতাটা খুলতে পারেননি। যার দরুন ১০১ রানে হারের লজ্জার সাক্ষী হয়েছিলেন আগের ম্যাচে। একটা চাপা ক্ষোভ বোধহয় পুষে রেখেছিলেন মনের ভেতর। দ্বিতীয় ম্যাচে এসে সেটারই বিস্ফোরণ ঘটালেন যেন।

তবে ৪৬ বলে খেললেন ৯০ রানের ইনিংসটা একটা আক্ষেপের জন্ম দিল। মাত্র ১০ রানের জন্য শতকের ছোঁয়া থেকে বঞ্চিত হতে হলো, ফিরতে হলো রান আউটে কাটা পড়ে।

তবে ততক্ষণে যে সবটা আলো নিজের করে নিয়েছেন ডি কক। শুরু থেকেই ব্যাট চালিয়েছেন আগ্রাসী মেজাজে। বোলার যেই হোক না কেন ডি ককের কাছ থেকে আদায় করতে পারেনি কোনো সমীহ। বাইশ গজের বুকে দাঁড়িয়ে যেন এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সৃষ্টি করলেন।

পুরো ইনিংস সাজিয়েছেন ৭ ছক্কা আর ৫ চারের সাহায্যে। স্ট্রাইক রেট ১৯৫-এর উপরে। যেদিন নিজের ছন্দে থাকেন তাঁকে থামানোর সাধ্য যে কারোর থাকে না। ভারতীয় বোলাররা দুর্ভাগ্যবশত তেমনই এক দিনের সাক্ষী হলো। ডি কক দেখালেন তাঁর ঝাঁঝালো রূপ, আর ভারত অসহায় তাকিয়ে দেখল ৯০ রানের এক ঘূর্ণিঝড়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link