বিশ্ব অর্থনীতিতে এগিয়ে থাকলেও, আতিথেয়তায় পিছিয়ে যুক্তরাষ্ট্র। তাঁদের আপ্যায়ণে অসন্তোষের সুর তোলে শ্রীলঙ্কা। তাঁরা আনুষ্ঠানিকভাবেই অভিযোগ প্রেরণ করেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরাবর।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্ক, ডালাস, ফ্লোরিডা এবং সেইন্ট লুসিয়া এই চারটি ভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার প্রথম রাউন্ডের ম্যাচ। খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তিই সেখানে মূখ্য বিষয়। তাছাড়া এর মাঝেই বিমানবন্দরে আরও ভোগান্তির শিকার হন লঙ্কান ক্রিকেটাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে ট্রেনিংয়ের জন্য বাঁধার সম্মুখীন হন তাঁরা। নিউ ইয়র্কে পৌঁছানোর আগে বিমানবন্দরেই সাত ঘণ্টা আটকে থাকতে হয় তাঁদের। আর সেকারণেই গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশনই বাদ দিতে হয় লঙ্কান ক্রিকেটারদের।
যার প্রভাব পড়ে বিশ্বকাপের মঞ্চে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁদের বরণ করতে হয় শ্রীলঙ্কান ক্রিকেটের ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বনিম্ন রানের লজ্জা। পরাজয় লজ্জায় ডুবতে হয় বাংলাদেশের বিপক্ষেও।
তাই শ্রীলঙ্কা ক্রিকেট আনুষ্ঠানিকভাবেই অভিযোগ পত্র পাঠিয়েছে। লঙ্কান স্পোর্টস মিনিস্টার হারিন ফার্নান্দো শ্রীলঙ্কার সংসদে যুক্তরাষ্ট্রের আতিথেয়তার অসমতার বিষয়ে কথা বলে। তিনি আয়োজক কমিটির স্বচ্ছতার প্রমাণ প্রদর্শনের উপর জোর দেন। তাছাড়া আইসিসির কাছে এর ব্যাখ্যাও চান শ্রীলঙ্কার এই মন্ত্রী।
শুক্রবার শ্রীলঙ্কার সংসদে ফার্নান্দো বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট ইতিমধ্যেই আইসিসি বরাবর অভিযোগ দিয়েছে। আয়োজক কমিটি একেক দেশকে একেক ভাবে আপ্যায়ন করছে। আমরা তাঁদের কাছে এই অসমতার ব্যাখ্যা চেয়েছি।’
আবার শ্রীলঙ্কার সংসদের বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসাও আওয়াজ তোলেন দেশের ক্রিকেটের প্রতি এই অবহেলার। তিনি ফার্নান্দোর সাথে একাত্মতা পোষণ করেন এবং দলের জন্য সংসদ থেকে সর্বসম্মত সমর্থনের ইঙ্গিত দেন।
মার্কিন আতিথেয়তার ফলাফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে শ্রীলঙ্কা। ভ্রমণ ক্লান্তি আর ভোগান্তির গ্যাঁড়াকলে আটকে গিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের বিশ্বকাপের স্বপ্ন। ঠিক একারণেই ক্ষোভে ফেটে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেট, যার উত্তাপ ছড়িয়েছে তাঁদের সংসদেও।