ভারতের ক্রিকেট স্তম্ভের অন্যতম দুই স্তম্ভ, রোহিত শর্মা ও বিরাট কোহলি। লাল বলের ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাদের। অনেক কানাঘুষাও চলছে, বলা হচ্ছে এই অস্ট্রেলিয়া সিরিজটা তাদের জন্য ‘বাঁচা-মরার লড়াই’।
ব্যক্তিগত কারণে হয়ত প্রথম টেস্টটি মিস করবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতিই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তাঁর অধীনেই ওয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে ভারতকে। ঘরের মাঠে শেষ ১০ ইনিংসে রোহিতের সংগ্রহ মোটে ১৩৩, গড় ১৩.৩০। বোঝাই যাচ্ছে, বাইশ গজে কতটা দুর্দশার সময় কাটাচ্ছেন দ্য হিটম্যান।
অপরদিকে, ছন্দে নেই কোহলিও। স্পিনারদের বিরুদ্ধে দৃষ্টিকটু দুর্বলতা আর বাজে ফর্ম চোখ রাঙাছে কোহলিকে ও। শেষ ১০ টেস্ট ইনিংসে তার সংগ্রহ ১৯২, গড়টা মোটে ২১.৩৩। নিজেকে যেন হারিয়ে খুঁজছেন কোহলি।
একটা ফরম্যাটকে এরই মধ্যে বিদায় বলে ফেলেছেন দু’জনেই। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় বলার পালা। সেই সময়টা এগিয়ে আসতে পারে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পা ফঁসকালেই।
এমনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির পারফরম্যান্সটা চোখ জুড়ানো। ২৫ টেস্টে রান ২০৪২। অস্ট্রেলিয়ার মাটিতে ১৩ টেস্ট খেলা বিরাট পঞ্চাশের ওপর গড়ে রান করেছে ১৩৫২। সেঞ্চুরি ছয়টা। অস্ট্রেলিয়ার ভয়টা এখানেই, কে জানে আবার পুরাতন ফর্মে ফিরে আসেন কি না কোহলি! তাহলেই বোর্ডার-গাভাস্কার ট্রফির একচ্ছত্র আধিপত্য ধরে রাখবে ভারত।
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের অবস্থান অবশ্য সুবিধাজনক নয়। ৩০ এর ওপর গড় নিয়ে করেছেন তিনটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। আর সাম্প্রতিক ফর্ম মাথায় রাখলে রোহিতের জন্য অস্ট্রেলিয়া সফরটা আক্ষরিক অর্থেই অগ্নি পরীক্ষা। অগ্নিকুণ্ড থেকে সাফল্য নিয়ে বের হয়ে আসতে পারলে কোনো কথা নেই, কিন্তু সামান্য ছন্দপতন ক্যারিয়ারে আজীবনের জন্য তালা ঝুলিয়ে দিতে পারে এক নিমিষেই!