‘আমার মনে হয় ড্র হওয়াটাই ভাল হয়েছে’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। রান বন্যার এই ম্যাচের পুরোটা সময় জুড়েই দাপট দেখিয়েছেন দুই দলের ব্যাটসম্যানরা। উইকেটে বোলারদের জন্য তেমন কিছু না থাকলেও চেষ্টা করেছেন বোলাররা। ম্যাচ শেষে দলগত পারফরম্যান্সের প্রশংসা করে মুমিনুল হক সৌরভ জানিয়েছেন এই উইকেটে ড্র হওয়াটাই ভালো হয়েছে।

বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক এবং হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। আর দুই ইনিংসেই সেঞ্চুরির সম্ভবনা তৈরি করেছিলেন তামিম ইকবাল। এই ফ্ল্যাট উইকেটেও এক ইনিংসে শ্রীলঙ্কার ৮ উইকেট নিয়েছেন বোলাররা। সবার পারফরম্যান্সেই তাই সন্তুষ্ট বাংলাদেশের অধিনায়ক।

তিনি বলেন, ‘উইকেট যদি দেখেন, ভালো উইকেট ছিল। বোলারদের তেমন কিছু ছিল না। আমার মনে হয় ড্র হওয়াটাই ভাল হয়েছে। যদি বোলিং নিয়ে বলেন। এই উইকেটে বোলারদের যে কিছু ছিল তা বলা কঠিন। বোলাররা চেষ্টা করেছে। উইকেটটা ব্যাটিং সহায়ক ছিল। আমার মনে হয় সবাই চেষ্টা করেছে। স্পিনার, পেস বোলার যে যখনই আসছে।’

দুই ইনিংসেই বাংলাদেশের ইনিংসের সুর বেঁধে দিয়েছেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে ৯০ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ৭৪ রান করে অপরাজিত ছিলেন এই ওপেনার। এরপর দায়িত্ব নিয়েছেন দলের পরের ব্যাটসম্যানরা। তামিমের সাথে তাই মুমিনুল প্রশংসা করেছেন বাকি ব্যাটসম্যানদেরও।

মুমিনুল বলেন ‘আর ব্যাটিংয়ের কথা যদি বলতে চান আমাদের টোন সেট করে দিয়েছে তামিম ভাই। উনার ৯০ রানের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর শান্ত আউটস্টান্ডিং ব্যাট করেছে। আমি সবচেয়ে বেশি খুশি যে দল হিসেবে সবাই ভাল করেছে। লিটন, মুশফিক ভাই সবাই। বোলিংয়ে তাসকিন আউটস্ট্যান্ডিং চেষ্টা চালিয়েছে। ও অনেক চেষ্টা করেছে।’

গতির সাথে বাউন্স এবং আগ্রাসন মিলিয়ে পুরো ইনিংসেই দুর্দান্ত বল করেছেন পেসার তাসকিন আহমেদ। ৩০ ওভার বল করে ১১২ রান দিয়ে এই পেসার শিকার করেছেন তিন উইকেট। মুমিনুল হক মনে করেন গত এক দেড় বছরের পরিশ্রমের ফল পেয়েছেন তাসকিন।

তিনি বলেন,‘আমি তাসকিনের বোলিং খুবই উপভোগ করেছি। আপনারা জানেন কিনা জানিনা এই টেস্ট নিয়ে ও মাত্র ছয়টা টেস্ট খেলেছে। তো কোনভাবেই মনে হয়নি ছয়টা টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড়। আপনারা হয়ত জানেন না, ও গত এক দেড় বছর থেকে ‘অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে। আমার মনে হয় এটা কষ্টের ফল।’

দেশের মাটিতে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হোয়াটওয়াশ হয়ে বিপর্যস্ত ছিল বাংলাদেশ দল। তাই মুমিনুল হক মনে করেন ড্র করাটাও ভালো দিক। দ্বিতীয় টেস্টে এটা আত্ববিশ্বাস দেবে সবাইকে।

তিনি বলেন,‘আমরা গত হোম সিরিজ-অ্যাওয়ে সিরিজে ওইরকম রেজাল্ট করতে পারিনি। একটা হোম সিরিজ হারার পর বিদেশে টেস্ট ড্র করতে পারা আমার কাছে মনে হয় ভাল একটা দিক। সেকেন্ডে টেস্টে অবশ্যই সবার ভেতরে আত্মবিশ্বাস দেবে। সবাই দলগতভাবে খেলেছে। বাংলাদেশ যখনই দলগতভাবে খেলতে পারে তখনই ভাল অবস্থায় থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link