অসীম শূন্যতার মাঝে

মাত্র ২৩ ম্যাচের ব্যবধানেই এখন পর্যন্ত ২১ বার শূন্য রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে এবারের আসরে। অবশ্য বেশিরভাগ ডাকই এসেছে ইনিংসের শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে। তবে অন্যান্য আসরগুলোর তুলনায় এবার ডাকের সংখ্যা এখন পর্যন্ত আনুপাতিক হারে খানিকটা বেশি।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এর ব্যতিক্রম নয়। বিশ্বের নামিদামি তারকাদের এই মিলনমেলায় দেখা যায় বাউন্ডারির ছড়াছড়ি। ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে নিজের সামর্থ্যের প্রমাণে বাউন্ডারির বিকল্প অবশ্য নেই। তাড়াহুড়ো করতে যেয়ে তাই অনেকেই আউট হয় যান শূন্য রানেই।

ডাক বা শূন্য রাতে আউট হওয়াটা খেলারই অংশ। যদিও শূন্য রানে আউটের চেয়ে ক্রিকেট মাঠে হতাশাজনক আর কিছু নেই। আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ২১টি ডাকের সাক্ষী হয়েছে ক্রিকেট ভক্তরা। এর মধ্যে পাঁচ ম্যাচের দুটি গোল্ডেন ডাকে আউট হয়ে সবার উপরে আছেন লখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক লোকেশ রাহুল।

রাহুলের সাথে যৌথভাবে শীর্ষে আছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজাও! লিস্টের বাকি ১৯ ক্রিকেটারই ডাক মেরেছেন একবার করে।

খলিল আহমেদ, কৃষ্ণাপ্পা গৌতম, আব্দুল সামাদ, অর্শদ্বীপ সিং, নিকোলাস পুরান, রাহুল ত্রিপাঠি, মঈন আলী, অনুজ রাওয়াত, রাজ বাওয়া, ডোয়াইন ব্রাভো, রাহুল চাহার, মানদ্বীপ সিং, রভম্যান পাওয়েল, ডুয়াইন প্রিটোরিয়াস, টাইমল মিলস, আকাশদ্বীপ, উমেশ যাদব, ডেভিড উইলি ও শেলডন জ্যাকসন।

যদিও এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কিংবা সমালোচনায় রাহুল ও জাদেজার ব্যাটিং। আগের আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লোকেশ রাহুল এই আসরে একেবারেই ব্যর্থ বলা চলে। পাঁচ ম্যাচের দুটিতে গোল্ডেন ডাক মেরে হতশ্রী পারফরম্যান্সের চিত্র রাহুলের ব্যাটে। একই চিত্র জাদেজার ক্ষেত্রেও। চলতি আসরে প্রথমবার চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব পাওয়া জাদেজা ইতিমধ্যেই দুই ইনিংসে ফিরেছেন গোল্ডেন ডাকে।

আগের আসরে কলকাতার ইয়ন মরগ্যানের সাথে সর্বোচ্চ চারটি ডাক মেরে ডাকের শীর্ষে ছিলেন পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান। দল বদলালেও বদলায়নি পুরানের ভাগ্য। এবারের আসরের প্রথম ম্যাচেই ফিরেছেন শূন্য রানে!

মাত্র ২৩ ম্যাচের ব্যবধানেই এখন পর্যন্ত ২১ বার শূন্য রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে এবারের আসরে। অবশ্য বেশিরভাগ ডাকই এসেছে ইনিংসের শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে। তবে অন্যান্য আসরগুলোর তুলনায় এবার ডাকের সংখ্যা এখন পর্যন্ত আনুপাতিক হারে খানিকটা বেশি।

শুধু যে ব্যাটারদের ভুলেই শূন্য রানে আউট হয়েছেন এমন না। বোলারের দুর্দান্ত ডেলিভারিতে শূন্য রানে ফিরেছেন অনেকেই। তবে এবারের আসরে শুরুটা অনেক ব্যাটারই ভাল করতে পারেনি। মঈন আলী, ব্রাভো, পুরান, রাহুল, পাওয়েল, সামাদ কিংবা জাদেজাদের আইপিএল মিশনের শুরুর ভাগেই ব্যাট হাতে ফিরতে হয়েছে রানের খাতা খোলার আগে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...